ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

পেকুয়ায় রাতের আঁধারে নিরীহ লোকের বসতঘরে অগ্নিসংযোগ করেছে দূর্বূত্তরা

পেকুয়া প্রতিনিধি ::

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পশ্চিম জালিয়াকাটা গ্রামের নিরীহ নুরুল আবছারের বসতঘরে রাতের আধারে অগ্নিসংযোগ করেছে একদল চিহ্নিত ভাড়াটে সন্ত্রাসীরা। ২৫ মে রাত ১০টার দিকে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে। এসময় বসতঘরের কিছু অংশ ভস্মিভূত হয়ে বাড়ী ও বাড়িতে রক্ষিত মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। উল্লেখ্য যে, গতকাল ২৪ মে নুরুল আবছারের বসতভিটার জায়গা জোর পূর্বক দখল করে নেওয়ার একদিন পর তার বসতঘরে অগ্নিসংযোগ করেছে চিহ্নিত একই দূর্বূত্তরা। এদিকে নুরুল আবছারের বসতঘরে অগ্নিসংযোগের খবর পেয়ে একদল পুলিশ রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পরিদর্শন করেছে।

ভূক্তভোগী নুরুল আবছার অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে তার বসতভিটার জায়গা দখলের অপচেষ্টা চালিয়ে আসছিল আহমদ রশিদের পুত্র আবদুল মালেক গং। ঘটনার দিন ২৫ মে রাত ১০টার দিকে আবদুল মালেক গংয়ের ভাড়াটে সন্ত্রাসী আবুল আহমদের পুত্র ভাড়াটে আমজাদ, মৃত আহমদ শাহের পুত্র বেলাল প্রকাশ লম্বা বেলাল, আহমদুল হকের পুত্র ঈসমাইল, মৃত জাফর আলমের পুত্র জসিম উদ্দিন প্রকাশ কালা জসিম, মৃত ইমাম উদ্দিনের পুত্র আহমদ কবির ও নুরুল কবির, মাহমুদুল হকের পুত্র নজির আহমদ ও আবুল আহমদের নেতৃত্বে আরো কয়েকজন অজ্ঞাতনামা ভাড়াটিয়া দূর্বূত্তরা নুরুল আবছারের বসতঘরে অগ্নিসংযোগ করে। আবদুল মালেক গংদের লেলিয়া দেওয়া ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় গতকাল ২৪ মে নুরুল আবছারের স্ত্রী মনোয়ারা বেগম (৪০), তাদের পুত্রবধূ রোজিনা আকতার গুরুতর আহত হয়েছিল। আহতদের মধ্যে মনোয়ারা বেগম পেকুয়া সদর হাসপাতালে বর্তশানে চিকিৎসাধীন রয়েছে।

পেকুয়া থানার ওসি তদন্ত মিজানুর রহমান জানান, বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: