ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় রাজাখালীতে ডাবল ব্রিজ বিধ্বস্থ

wwwনাজিম উদ্দিন, পেকুয়া ::

পেকুয়ায় রাজাখালীতে ডাবল ব্রিজ বিধ্বস্থ হয়েছে। ফলে ওই ইউনিয়নের সুন্দরীপাড়ার সাথে বামলুরপাড়া ও সবুজবাজারের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত প্রায় ৫মাস পুর্বে লবনবাহি গাড়ির ধাক্কায় রাজাখালীর বামলুরপাড়া পয়েন্টে ঝুঁকিপুর্ন জনগুরুত্বপুর্ন ব্রিজটি বিধ্বস্থ হয়। এরপর থেকে সবুজবাজারের সাথে পশ্চিম-দক্ষিন রাজাখালী ইউনিয়নের উপকুলবর্তী বিপুল জনগোষ্টির সড়ক যোগাযোগ থেমে গেছে।

 স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সবুজ বাজার-সুন্দরীপাড়া সড়কের বামলুরপাড়া এলাকায় একটি ব্রিজ নির্মান করে। গত ২০০০সালের দিকে রাজাখালী ইউনিয়নের প্রবাহমান প্রেসিডেন্ট খালের ওই পয়েন্টে যাতায়ত ব্যবস্থা সুগম করতে মুলত ব্রিজটি নির্মিত হয়েছিল। এদিকে গত কয়েক বছর ধরে এলজিইডির মালিকানাধিন সবুজবাজার-সুন্দরীপাড়া সড়কে অতিরিক্ত লবন বোঝাই ট্রাক চলাচল করছিল। এক শ্রেনীর দালাল সিন্ডিকেট সরকারি গ্রামীন সড়কের সার্থের পরিপন্থি নির্দেশ অমান্য করে ভারি যানবাহন চলাচলের মহোৎসবে মেতে।

 জানাগেছে গত পাঁচ মাস আগে লবন ব্যবসায়ীরা প্রায় ২৫টনের অধিক ট্রাক লবন বোঝাই করে ওই ব্রিজ দিয়ে পারাপারের সময় আকষ্কিম বিধ্বস্থ হয় ডাবল ব্রিজটি। এর পর থেকে ওই ব্রিজটি বিকল রয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে ৬-৭টি গ্রামের সাথে। স্থানীয়রা জানিয়েছেন লবন ব্যবসায়ী জিদান ফ্যাশনের মালিকানাধীন লবনবাহি ট্রাকের ধাক্কায় ব্রিজটি বিধ্বস্থ হয়েছে। মালিক জিয়াউর রহমান ওইদিন অতিরিক্ত লবন পরিবহন করে রাজাখালী থেকে মোকামে লবন নিয়ে যাচ্ছিলেন।

 ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আনছারুল ইসলাম টিপু, লবন ব্যবসায়ী আনছার, মৎসজীবিলীগ উপজেলা সহ-সভাপতি মনছুর আলম, ইউপি সদস্য ছাদেকা বেগম, বিএনপি নেতা রুহুল আমিন মেম্বার, ব্যবসায়ী মিয়াজান, বাবুল, ইউনিয়ন যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম জানিয়েছেন ডাবল ব্রিজ রাজাখালী ইউনিয়নের যোগাযোগর অন্যতম মাধ্যম। সেটি বিধ্বস্থ হওয়ায় এর বিরুপ প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতিতে। সবুজ বাজারের সাথে সুন্দরীপাড়ার যোগাযোগ ব্যবস্থা থেমে যাওয়ায় লবন ও সামুদ্রিক থেকে উৎপাদিত শুটকিসহ গুরুত্বপুর্ন পন্য পরিবহন বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের নানা বিড়ম্বনা পড়তে হয়।

 গতকাল রবিবার (২৪ এপ্রিল) সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা গেছে ডাবল ব্রিজের বিপুল অংশ প্রবাহমান খালে ধেবে গেছে। সড়কের দু’পাশে গাড়ির সারি রয়েছে। সবুজ বাজার থেকে বামলুরপাড়া পয়েন্টে যাতায়ত থেমে রয়েছে। অপরদিকে সুন্দরীপাড়া থেকে ডাবল ব্রিজের পশ্চিম অংশে গাড়ি জড়ো হয়ে আছে। দেখা গেছে সরাসরি যাতায়ত ব্যবস্থা বন্ধ থাকায় পথচারিদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 রাজাখালী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ছৈয়দনুর জানিয়েছেন ব্রিজটি বিধ্বস্থ হওয়ায় সড়ক যোগাযোগ এক প্রকার বন্ধ রয়েছে। মানুষ ব্রিজটির কারনে যোগাযোগ অবরুদ্ধ প্রায়। আমরা সরকারের কাছে দাবি করছি দ্রুত সময়ে এর সংস্কার কাজ বাস্তবায়নের জন্য। বর্ষার সময় প্রায় জায়গা পানিতে নিমজ্জিত থাকে। সড়কটি ৫গ্রামের যাতায়তের মাধ্যম। উপ-সহকারি প্রকৌশলী (এলজিইডি) পেকুয়ার বাবু হারু কুমারপাল জানিয়েছেন ব্রিজটির টেন্ডার প্রক্রিয়া চুড়ান্ত হয়েছে। শীঘ্রই বাস্তবায়ন কাজ শুরু করা হবে।

পাঠকের মতামত: