ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

রিয়াজ উদ্দিন, পেকুয়া:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পেকুয়ায় মহান মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভা যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে। পেকুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শহীদ জিয়াউর রহমান উপকুলীয় কলেজ মাঠে উক্ত সংবর্ধনা সভা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব উল করিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু। আলোচনা সভায় বক্তব্য রাখেন পেকুয়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খান, কক্সবাজার জেলা আ’লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এডভোকেট কামাল হোসেন, টইটং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমদ, জেলা আ’লীগের সদস্য এস,এম গিয়াস উদ্দিন, উম্মে কুলসুম মিনু, পেকুয়া উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আবুল কাসেম। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হানিফ চৌধুরীর পরিচালনায় অনুষ্টিত উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রনি, রাজাখালী ইউনিয়নের চেয়ারম্যান ছৈয়দ নুর, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জসিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক অফিসার আফম হাসান, উপজেলা প্রকৌশলী জাহেদুল আলম চৌধুরী, শহীদ জিয়াউর রহমান উপকুলীয় কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, পেকুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সালামত উল্লাহ, পেকুয়া জিএমসির প্রধান শিক্ষক জহির উদ্দিন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক নাছির উদ্দিন প্রমুখ। এর পূর্বে অতিথিবৃন্দ মহান মুক্তিযোদ্ধাদের উপহারসামগ্রী প্রদান করেন ও তাদেরকে ফুল দিয়ে বরন করেন।

পাঠকের মতামত: