ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় মুক্তিযুদ্ধের বিজয় মেলার অনুমোদন

পেকুয়া প্রতিনিধি :: 

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় পেকুয়ায় সপ্তাহ ব্যাপি মুক্তিযুদ্ধের বিজয় মেলা আয়োজনের অনুমতি দেয়া হয়েছে। পেকুয়া মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের আবেদনের প্রেক্ষিতে বুধবার (১৩ ডিসেম্বর) জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এ অনুমোদন দেয়া হয়।

পেকুয়া কলেজ মাঠে মুক্তিযুদ্ধের এ বিজয় মেলা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে কলেজ কর্তৃপক্ষ মাঠের লিখিত অনুমোদন দিয়েছেন। মুক্তিযুদ্ধের বিজয় মেলার অনুমতি দেয়ায় পেকুয়া মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের উদ্যোগে এক সভা জেলা পরিষদ ডাক বাংলোতে উদযাপন পরিষদের কো-চেয়ারম্যান সাংবাদিক জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন কো চেয়ারম্যান শহিদুল্লাহ বিএ, মুফিজুর রহমান, সদস্য এম কম কামাল হোসেন, জাহাঙ্গীর আলম সত্তার, আবু তালেব, শফিউল আলম এমউপি, মোজাম্মেল হক, এইচ এম নুরুল আবছার, এস এম শাহাদাত হোসেন, শহীদুল ইসলাম ও মো কালু।

নেতৃবৃন্দরা মুক্তিযুদ্ধের বিজয় মেলার মাধ্যমে মুক্তিযুদ্ধের অসম্প্রদায়ীক চেতনা সর্বস্তরে ছডিয়ে দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। মেলা অনুষ্টানের সময় অশ্লীল ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোন কিছু যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখার উপর গুরুত্ব দেয়া হয়।

এ সময় মুক্তিযুদ্ধের বিজয় মেলার অনুমোদন দেয়ায় জেলা প্রশাসক মো: আলী হোসেন, অতিরিক্তি পুলিশ সুপার, জেলা আ’লীগের সভাপতি এড সিরাজুল মোস্তফা, সাবেক সভাপতি এড. এ কে এম আহমদ হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ সিআইপি, সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুউল করিমসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়।

উল্লেখ্য: ইতোপূর্বে জেলা আ’লীগের সভাপতি এড সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরামর্শে জেলা আ’লীগের সদস্য এস এম গিয়াস উদ্দিনকে চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব, সাংবাদিক জহিরুল ইসলাম, শহীদুল্লাহ বিএ, মাশেক আহম্মদ, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার ছাবের আহমদ, খায়রুল এনাম, আবুল শামা শামীম, নজরুল ইসলাম চৌধুরী বাবুল, কাজিউল ইনসান, মুফিজুর রহমান, এস এম মাহবুল করিম সিদ্দীকি ও আজম খানকে কো চেয়ারম্যান, জেলা আ’লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক ড. আশরাফুল ইসলাম সজিব, জেলা আ’লীগের সদস্য আবু হেনা মোস্তফা কামাল, জি এম আবুল কাশেম, উম্মে কুলসুম মিনু, এ টি এম বখতিয়ার উদ্দীন চৌধুরী, এম কম কামাল হোসেনসহ আওয়ামীলীগ ও সমমনা নেতাকর্মীদের নিয়ে ১০১ সদস্য বিশিষ্ট পেকুয়া মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদ ২০১৭ গঠন করা হয়।

এদিকে পেকুয়ায় মুক্তিযুদ্ধের বিজয় মেলার অনুমোদনে পেকুয়ায় আওয়ামীলীগ নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। প্রথম বিজয় মেলা আয়োজন করার জন্য উদযাপন কমিটির সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির অনুসারীরা।

পাঠকের মতামত: