ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় মাদক ব্যবসায়ী নুরুল আলম গ্রেপ্তার

পেকুয়া প্রতিনিধি ::  পেকুয়ায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নুরুল অালমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫জানুয়ারি) সকালে পেকুয়া সদর ইউনিয়নের গোঁয়াখালী এলাকা থেকে উপ পরিদর্শক (এসআই) মকবুল হোসেনের নেতৃত্ব একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার নুরুল আলম মগনামা লঞ্চঘাট এলাকার উকিল অাহমেদের ছেলে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ভূইয়া বলেন, গ্রেফতার নুরুল অালমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। ফের ইয়াবা সহ তাকে আটকের ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: