ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় মাছ ধরতে গিয়ে সাগরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, পেকুয়া ::   কক্সবাজারের পেকুয়ায় বাবার সাথে সাগরে মাছ ধরতে গিয়ে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। নিহত শাফায়েত নুর (৫) উপজেলার মগনামা ইউনিয়নের মাঝির পাড়া গ্রামের মুহাম্মদ ফোরকানের ছেলে।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে কুতুবদিয়া চ্যানেলের মগনামা কাকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফোরকান প্রতিদিনের মতো শিশু ছেলে শাফায়েত নুরকে নিয়ে ভোরে কুতুবদিয়া চ্যানেলে কাকপাড়া এলাকায় মাছ ধরতে যায়। বাবা সাগরে নেমে জাল দিয়ে মাছ ধরতে নামে।

এসময় পেছন থেকে শাফায়েতও নেমে পড়ে। বাবা জাল তুলে তীরে উঠে শিশু শাফায়েতকে খুঁজাখোজি করে। পরে পানিতে শাফায়েতের মরদেহ ভাসতে দেখে। এই ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম।

পাঠকের মতামত: