ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় ভূমি সপ্তাহ উদযাপন

নাজিম উদ্দিন, পেকুয়া ::

“ভূমি আইন জানুন, নিজের ভূমি নিজে রক্ষা করুন” প্রতিপাদ্য বিষয় নিয়ে কক্সবাজারের পেকুয়ায় ভূমি সেবা সপ্তাহ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে (৩ জুলাই) মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। ব্যানার, পেষ্টুন, পোস্টার ও মাথায় ক্যাপ পরিদান করে এক বিশাল র‍্যালী বের করা হয়।  র‌্যালীতে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মাহবুব উল করিম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রণি, উপজেলা সহকারী ভূমি কমিশনার সালমা ফেরদৌস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সালামত উল্লাহ, সহকারী শিক্ষা অফিসার হাসান মুরাদ চৌধুরী, কানুনগো শান্তি জীবন চাকমা, উপজেলা সার্ভেয়ার মোঃ কাদেমুল ইসলাম, উপজেলা ভূমি সহকারী শামসুল আলম ছিদ্দিকী, উপজেলা সহকারী প্রকৌশলী বাবু হারু কুমার, সদরের তহসিলদার রফিকুল ইসলাম, বারবাকিয়া ইউনিয়ন ভূমি সহকারী পূর্নেন্দু বিকাশ তালুকদার প্রমুখ। অনুষ্টিত র‌্যালীতে পেকুয়া জিএমসি ইনষ্টিটিউশনের স্কাউটদলসহ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করেন। এছাড়া স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যাক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণীর পেশাজীবি মানুষ র‍্যালীতে অংশ নেয়।

পাঠকের মতামত: