ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় বৃদ্ধকে পিটিয়ে আহত, আটক-১

পেকুয়া প্রতিনিধি ::

পেকুয়ায় এক বৃদ্ধকে পিটিয়ে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল ২৮জানুয়ারী বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকায়। আহত বৃদ্ধের নাম হাজ্বি নুরুচ্ছফা প্রকাশ বদ (৫৫)। তিনি ওই এলাকার মৃত আমির হামজার ছেলে। খবর পেয়ে পেকুয়া থানার এএসআই নাজির হোসেন অভিযান চালিয়ে ওই দিন বিকেল ৩টার দিকে ভারুয়াখালী ডুলুবনিয়া এলাকা থেকে ওই এলাকার মনিরুজ্জামান প্রকাশ বদাইয়্যাকে (৩৫) আটক করে। আটককৃত মনিরুজ্জামান ওই এলাকার আবদুল জব্বারের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুজ্জামান ও মৃত রাজা মিয়ার ছেলে নুরুজ্জামান বিগত ১মাস ধরে নুরুচ্ছফার কাজ থেকে ৫০হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেয়ায় ওই দিন সকালে ওই দূর্বৃত্তরা বৃদ্ধ নুরুচ্ছফাকে বাড়ি থেকে বের করে রাস্তায় প্রকাশ্যে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ আশরাফুজ্জামান জানিয়েছেন, মনিরুজ্জামনা ও নুরুজ্জামান দূর্ধর্ষ সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি, বনমামলা ও অভিযোগ রয়েছে। আটককৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।

 ##################

পেকুয়ায় পলাতক আসামী গ্রেপ্তার

পেকুয়া প্রতিনিধি.

পেকুয়ায় নুরুল কবির নামের এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বারাইয়াকাটা এলাকার রশিদ আহমদের ছেলে। গত বুধবার রাতে পেকুয়া থানার এ.এস.আই খায়রুল গোপন সংবাদের ভিত্তিতে তাকে বারাইয়াকাটা এলাকা থেকে গ্রেপ্তার করে। পেকুয়া থানার ওসি (তদন্ত) শেখ আশরাফুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত আসামী নুরুল কবিরের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, পুলিশ এসল্টসহ ৬টি মামলা রয়েছে। এর মধ্যে একাধিক মামলায় ওয়ারেন্ট আছে।

পাঠকের মতামত: