ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎ ষ্পৃষ্টে আহত আ’লীগ নেতার মৃত্যু

কক্সবাজার জেলা সংবাদদাতা ::
কক্সবাজারের পেকুয়ায় এক আ.লীগ নেতার নির্বাচনী ব্যানের টানাতে গিয়ে  বিদ্যুৎ ষ্পৃষ্টে গুরুতর আহত আ’লীগ নেতা জামাল হোছাইন (৪২) মারা গেছে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ণ ইউনিটে। গতকাল সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হযেছে।
জামাল হোছাইন পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড় আ’লীগের সাধারণ সম্পাদক ও একই এলাকর রাহাত আলী পাড়ার আহমদ মিয়ার পুত্র।
গত রবিবার দুুপুর ১টার দিকে পেকুয়া কলেজ গেইট চৌমুহনী ষ্টেশনে আগামী উপজেলা নির্বাচনী ব্যানার টাঙ্গাতে গিয়ে বিদ্যুৎ ষ্পৃষ্টে আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে পেকুয়া হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় চমেক হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু সেখানেও তার অবস্থা আরো অবনতি হলে ঢামেক হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হলেও সোমবার ভোর ৪টার সময় মারা যায়। জামাল হোছাইনের মৃত্যু নিশ্চিত করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম। এ রিপোর্ট লেখা পর্যন্ত জামাল হোসেনের মরদেহ নিজ এলাকা পেকুয়ায় আনা হয়নি।

পাঠকের মতামত: