ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় বিদ্যুৎ ষ্পৃষ্টে নৈশ প্রহরীর মৃত্যু

mirtuপেকুয়া অফিস:

পেকুয়ায় বিদ্যুৎ ষ্পৃষ্টে কবির আহমদ চৌধুরী বাজারে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ২ টার দিকে উপজেলার প্রধান বানিজ্যিক কেন্দ্র কবির আহমদ চৌধুরী বাজারে এ ঘটনা ঘটে। নিহত নৈশ প্রহরীর নাম মহিউদ্দিন(৪০)। তিনি মগনামা ইউনিয়নের বাজারপাড়া এলাকার মৃত ছাবের আহমদের ছেলে। স্থানীয়রা জানায়, ওই দিন রাতে মহিউদ্দিন পেকুয়া বাজারে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করছিলেন। রাত ২ টার দিকে তিনিসহ অপর নৈশ প্রহরীরা দায়িত্ব পালনের সময় কবির আহমদ চৌধুরী বাজারের শহিদুল ইসলামের মালিকানাধীন মার্কেটের ছাদে বিকট শব্দ শুনতে পান। এ সময় মহিউদ্দিন সিড়ি বেয়ে মার্কেটের ছাদে যান। ছাদের এক পাশে বিদ্যুতের তার ঝুলন্ত ছিল। অসাবধান বশত মহিউদ্দিন তার হাতে ধরে ফেলে। এ সময় বিদ্যুত স্পৃষ্টে ঘটনাস্থলে তার প্রাণ সংহার হয়। স্থানীয়রা জানায়, মহিউদ্দিন অত্যন্ত দরিদ্র। তিনি দুই ছেলে ও তিন মেয়ে, স্ত্রীসহ সংসারের একমাত্র আয়ের উপার্জনক্ষম ব্যক্তি। ছেলে মেয়েরা পড়ালেখা করে। মর্মান্তিক এ মৃত্যুতে এলাকায় হৃদয় বিদারক দৃশ্য দেখা দেয়। অপরদিকে এ মৃত্যুর জন্য পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ ও মার্কেট মালিক দায়ী এড়াতে পারেন না বলে কবির আহমদ চৌধুরী বাজারের ব্যবসায়ীরা অভিমত ব্যক্ত করেছেন। পেকুয়া বাজার বণিক সমিতির সেক্রেটারী মিনহাজ উদ্দিন জানায়, ওই ব্যক্তি আমাদের কর্মচারী। এমন মৃত্যু খুবই মর্মান্তিক। আমরা তার বাড়িতে গিয়েছিলাম। এখন অসহায় পরিবারটির প্রতি সাহায্যের হাত বাড়াতে হবে।

পাঠকের মতামত: