ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় বর্ধিত সভায় জাপার কমিটি বিলুপ্ত

পেকুয়া প্রতিনিধি :

পেকুয়া উপজেলা জাতীয় পার্টি ও অংগসহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে সভাপতি এস এম মাহবুব ছিদ্দিকী সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া-পেকুয়ার সংসদ, কেন্দ্রীয় জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ ইলিয়াছ। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক আসমা উল হোসনা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম, জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি এম, দিদারুল করিম, যুগ্ন সাধারণ সম্পাদক শাহেদুল ইসলাম শাহেদ, সাংগঠনিক সম্পাদক হোসাইন শহীদ সাইফুল্লাহ, জাতীয় মহিলা পার্টির সভাপতি আমাতুর রহিম হিরা, সাধারণ সম্পাদক মোমেনা সেলাতানা ছুট্ট। উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও পেকুয়া উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি সাজ্জাদুল ইসলামের পরিচালনায় অনুষ্টিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন, মগনামা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ আলমগীর সাও, উজানটিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবু বক্কও ছিদ্দিকী, রাজাখালী ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক সাহাব উদ্দিন, বারবাকিয়া ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক শহিদুর রহমান ওয়ারেছী, টইটং ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আব্দুল খালেক, রাজাখালী ইউনিয়ন জাপা নেতা রেজাউল করিম ও যুব সংহতির সদস্য সচিব কামাল উদ্দিন মিরাজ প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক মৌলভী মোঃ ফিরোজ, জাপা নেতা অলি উল্লাহ, শকিল সাজ্জাদ চৌধুরী, আল্হাজ¦ জামাল উদ্দিন, উপজেলা মহিলা পার্টির সহ-সভাপতি দিলুআরা বেগম, শিলখালী ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মোঃ আলম ফরায়েজী, মগনামা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মহি উদ্দিন, উজানটিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আজিজুল হক, রাজাখালী ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক ডাঃ রুহুল আমিন, সদস্য সচিব আছহাব উদ্দিন আছিফ, বারবাকিয়া জাতীয় মহিলা পার্টির সভাপতি শাহেনা পারভিন, রাজাখালী মহিলা পার্টির সভাপতি জন্নাতুল ফেরদৌস, শিলখালী ইউনিয়ন মহিলা পার্টির আহবায়ক তাহেরা বেগম ও টইটং ইউনিয়ন মহিলা পার্টির সাধারণ সম্পাদক ফরিদা বেগম। এছাড়া অনুষ্ঠিত বর্ধিত সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জাতীয় পার্টি, যুবসংহতি, জাতীয় ছাত্র সমাজ ও জাতীয় মহিলা পার্টিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে পেকুয়া উপজেলা জাতীয় পার্টির মেয়াদ উত্তির্ণ কমিটি বিলুপ্ত ঘোষনা করেন চকরিয়া-পেকুয়ার সংসদ জেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ ইলিয়াছ। একই সাথে আগামী একাদশ সংসদ নির্বাচনকে সামনে জাতীয় পার্টিকে তৃণমুল পর্যায়ে সু-সংগঠিত করার লক্ষে ওই দিন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমা উল হোসনাকে আহবায়ক করে উপজেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্ততি কমিটি ঘোষনা করেন।

উক্ত কমিটিতে এস এম মাহবুব ছিদ্দিকী, এম, জাহাঙ্গীর আলম, এম, দিদারুল করিম, সাজ্জাদুল ইসলাম, হোসাইন শহিদ সাইফুল্লাহ, শাহেদুল ইসলাম শাহেদ ও আমাতুর রহিম হিরাসহ উপজেলার প্রতিটি ইউনিয়নের সভাপতি/সম্পাদক, আহবায়ক/সদস্য সচিবকে সদস্য করে ২২সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি আগামী তিন মাসের মধ্যে সকল ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন পূর্বক উপজেলা সম্মেলন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।

পাঠকের মতামত: