ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় বর্ণাঢ্য অায়োজনে উন্নয়ন মেলার উদ্বোধন

পেকুয়া প্রতিনিধি :: 

পেকুয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য অায়োজনে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ শীর্ষক স্লোগানকে সামনে রেখে আজ ৪অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯টায় এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালীটি ঘোড়ার গাড়ি ও বাদ্যযন্ত্র নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাড়ে ১০টায় অালোচনা সভা অনুষ্ঠিত হয়।

বর্ণাঢ্য র‌্যালি ও অালোচনা সভায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব উল অালম, সহকারী কমিশনার (ভূমি) সালমা ফেরদৌস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন ভুইয়া, জেলা অা’লীগ সদস্য গিয়াস উদ্দিন, জেলা অা’লীগ সদস্য উম্মে কুলসুম মিনু, উপজেলা অা’লীগ সাধারণ সম্পাদক অাবুল কাশেম, বীর মুক্তিযুদ্ধা ছাবের অাহমদ, চেয়ারম্যান শহিদুল ইসলাম, চেয়ারম্যান জাহেদুল ইসলাম, চেয়ারম্যান ছৈয়দ নুর, চেয়ারম্যান বদিউল অালম, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রণি, শিক্ষা কর্মকর্তা অা.ফ.ম হাসান, সমবায় কর্মকর্তা ওসমাণ গণি,শ্রমিক নেতা এস.এম শাহাদত হোসেন ও ভূমি অফিসের কর্মকর্তা সামশুল হুদা ছিদ্দিকী । এ সময় উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, সরকারী বেসরকারী দপ্তরের কর্কর্তা, স্থানীয় জনপ্রিতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: