ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় বজ্রপাতে কিশোরী নিহত

পেকুয়া প্রতিনিধি ::

পেকুয়ায় বজ্রপাতে মোছাম্মৎ রিফাত (১৩) নামের এক কিশোরী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন তার দাদা জাকের আহমদ।

আজ সোমবার (৮ এপ্রিল) বিকাল ৩ টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের জালিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোরী একই এলাকার রুহুল আমিনের মেয়ে বলে জানা গেছে ।

স্থানীয়রা জানান, আজ বিকালের দিকে বৃষ্টি শুরুর আগে প্রচন্ড বজ্রপাত হয়। বৃষ্টি আসার সম্ভবনা দেখে নিহত কিশোরী ও তার দাদা তাদের বাড়ির পাশের একটি গোয়ালঘরে গরু রাখতে যায়। এসময় নিহত কিশোরী রিফাতের গায়ে বজ্রপাতে আঘাত করে। এসময় তার পাশে থাকা দাদার গায়ে লেগে তিনি আঘাত প্রাপ্ত হয়েছেন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে আনলে কর্মরত চিকিৎসক কিশোরীকে মৃত ঘোষনা করে। আহত জাকের আহমদ  এখনো কিৎসাধীন রয়েছে ।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থে পুলিশ পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: