ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

পেকুয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে মাতারবাড়ীকে ১-০ গোলে হারিয়ে রাজাখালী জয়ী

এম, দিদারুল করিম, পেকুয়া ::

কক্সবাজারের পেকুয়ায় উপজেলা ক্রীড়া সংঘ কর্তৃক পরিচালিত বঙ্গবন্ধু স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট/১৮এর আনুষ্টানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। উক্ত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়মীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ সিআইপি। শুক্রবার ৬ এপ্রিল বিকাল ৪টায় শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে এ টূর্ণামেন্টের আনুষ্টিানিক উদ্বোধন করা হয়। জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুব লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের প্রধান পৃষ্টপোষকতায় উদ্বোধনী খেলা পরিচালনা কমিটির সভাপতি শহীদুল্লাহ বিএ’র সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড্ আমজাদ হোসেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, বঙ্গবন্ধু স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট/১৮ এর প্রধান উপদেষ্টা এস এম গিয়াস উদ্দিন, কক্সবাজার ফুটবল ফেডারেশনের সভাপতি ফজলুল করিম সাঈদী, পেকুয়া উপাজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম এম শাহাজাহান ও পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য এস এম মাহবুব ছিদ্দিকী । উদ্বোধনী অনুষ্টান পরিচালনা করবেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও পেকুয়া জিএমসি ইনষ্টিটিউশনের ক্রীড়া শিক্ষক নুর মোহাম্মদ। আলোচনা শেষে খেলার মাঝ মাঠে উদ্বোধনী ম্যাচের আনুষ্টানিক শুভ উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি সালাউদ্দিন আহমদ সিআইপি। খেলায় মুখোমুখি হয় স্বাগতিক দু’দল মাতারবাড়ী ফুটবল একাডেমী বনাম রাজাখালী খেলোয়াড় সমিতি। অনুষ্টিত শ্বাসরোদ্ধকর উদ্বেধনী ম্যাচ উপভোগ করা জন্য শহীদ জিয়াউর রহমান উপকূলী কলেজ মাঠে হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক উপস্থিত হয়ে ওই দিনটিকে প্রানবন্ত করে তুলে। খেলার নির্ধারিত ৫০মিনিটের খেলায় প্রথময়ার্ধে উভয় দল কোন গোলের দেখা পায়নি। এরপর দ্বিতীয়ার্ধে গোল করতে মরিয়া হয়ে উঠে উভয় দলের খেলোয়াড়রা। সতীর্থ খেলোয়াড়দের টান টান উত্তেজনাপূর্ন খেলায় দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটের মাথায় রাজাখালী খেলোয়াড় সমিতি ০-১ গোলে এগিয়ে যায়। আক্রমন আর পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলা চললেও দ্বিতীয়ার্ধের খেলা শেষের রেফারী চুড়ান্ত বাাঁশি দেওয়ার আগ পর্যন্ত মাতারবাড়ী ফুটবল একাডেমীর পক্ষে গোল পরিশোধ করতে পারেনি। খেলা শেষের দশ মিনিট পূর্বে মুহুর্তের মধ্যে দর্শকদের উল্লাস দেখা দেয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় এরফান। খেলায় রেফারী দায়িত্ব পালন করেন আবুল কাশেম, জয়নাল আবদীন ও আহমদ কবির। ধারাভাষ্য কারে ছিলেন এফএম সুমন ও বিল্লাল। বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন দল পূর্ব উজানটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে খেলোয়াড়দের এক বর্ণাঢ্য সংবর্ধনার মধ্য দিয়ে ক্ষুদে খেলোয়াড়দের সংবর্ধিত করা হয়েছে। ওইদিন বঙ্গবন্ধু স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রধান পৃষ্টপোষক ও জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলমের পক্ষে বিজয়ী সতীর্থ খেলোয়াড়দের সংবর্ধিত করার পাশাপাশি নগত অর্থ সহায়তা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পেকুয়ায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হানিফ চৌধুরীর সঞ্চলনায় অনুষ্টিত সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন কোণাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার, টূর্ণামেন্ট কমিটির উপদেষ্টা মাশুক আহমেদ, রাজাখালীর সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল, মগনামা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ইউনুছ চৌধুরী, পেকুয়া উপজেলা আওয়ামীরীগের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক কাজিউল ইনসান, সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সত্তার, বঙ্গবন্ধু ম্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট কমিটির সহ সভাপতি ও জাতীয় শ্রমিকলীগ পেকুয়া উপজেলা শাখার সভাপতি নুরুল আবছার, জেলা জাতীয় পার্টির সহ সাধারণ সম্পাদক এম দিদারুল করিম, সেচ্ছা সেবকলীগ কক্সবাজার জেলা শাখার সদস্য এস এম শাহাদাত হোছাইন, সহ সাধারণ সম্পাদক এ.টি.এম জায়েদ মোর্শেদ, নুরুল আজিম, সদস্য এম.কামাল হোসেন এম.কম, যুবলীগের সহ সভাপতি শফিউর আলম, সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন বিএসসি, আবু তাহের, হুমায়ুন কবির, সাংবাদিক সাইফুল ইসলাম বাবুল, মোহাম্মদ ফারুক ও পেকুয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন প্রমূখ।

পাঠকের মতামত: