পেকুয়া প্রতিনিধি ::
পেকুয়ায় মৌলভীবাজার ফারুকীয়া সিনিয়র মাদ্রাসায় বিতর্ক প্রতিযোগিতা শেষ হয়েছে। বৃহস্পতিবার ১০ আগষ্ট সকাল ১০ টার দিকে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্টিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। ওই দিন মাদ্রাসা প্রাঙ্গনে বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত রাউন্ড অনুষ্টিত হয়। জলবায়ু পরিবর্তনে প্রকৃতি দায়ী নয়, মানুষই দায়ী এ বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা চলছিল। দুটি গ্রুপে বিভক্তি হয়ে প্রতিযোগিরা পক্ষে এবং বিপক্ষে মতামত ও প্রতিযোগিতায় অবতীর্ণ হন। তিন জন করে মোট ৬ জন বিতার্কিক ফাইনাল রাউন্ডে প্রতিয়োগিতায় মিলিত হন। এ সময় জলবায়ু পরিবর্তনে প্রকৃতি দায়ী নয়, মানুষই দায়ী এর পক্ষের প্রতিযোগিরা বিজয়ী হয়েছেন। তরুন আলো প্রকল্প কোডেক ওই প্রতিযোগিতার আয়োজক ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্স আপদের মাঝে পুরষ্কার বিতরন করেন কোডেক। এ সময় বিচারক ছিলেন সাংবাদিক নাজিম উদ্দিন, মাদ্রাসার বাংলা প্রভাষক ইদ্রিস নোমানী, ইংরেজী প্রভাষক নেজাম উদ্দিন। মডারেটর ছিলেন শিক্ষক রেজাউল করিম। সঞ্চালনা করেন শিক্ষক জাফর আলম। এ সময় বক্তব্য রাখেন কোডেক প্রকল্প পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন। মুফতি শামশুল হক আজিজী, সাংবাদিক মোহাম্মদ হাসেম, নজরুল ইসলাম, আশেক উল্লাহ, মাওলানা নাছির উদ্দিন, শামশুল আলম, শিহাব উদ্দিনসহ শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্টান সমন্বয় সাধন করেন কোডেক কর্মকর্তা কায়দে আজম। প্রতিযোগিতায় শ্রেষ্ট বক্তা হয়েছেন বিপক্ষ দলের মিনহাজুর রহমান।
পাঠকের মতামত: