ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

পেকুয়ায় ফরায়েজীর স্মতি সংসদ উদ্বোধনে বক্তরা: কর্মের মধ্যে আজীবন বেচে থাকবেন ভাল মানুষগুলো

ssপেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় উপজেলা আ’লীগের প্রয়াত সভাপতি মুক্তিযুদ্ধা আ. ক. ম শাহাব উদ্দিন ফরায়েজী স্মৃতি সংসদ উদ্বোধন অনুষ্টানে বক্তরা বলেছেন কর্মের মধ্যে আজীবন বেচে থাকবেন ভাল মানুষগুলো। ভাল মানুষদের মুল্যায়ন করার সংস্কৃতি চাল হয়েছে সমাজ আমাদের ব্যবস্থায়। এর স্বীকৃতিকে আরো প্রসার করতে হবে। সমাজে যারা দৃষ্টান্ত রেখে গেছেন তাদেরকে সঠিকভাবে তুলে ধরতে হবে মানুষের মাঝে। এর বিকাশিত ধারা আজকে বিভিন্ন স্তরে সুচিত হচ্ছে। মানুষ মরে যাবে। কিন্তু তার কৃতিগুলো তাকে আজীবন স্মরন রাখার কাজে সহায়তা করে। আ.ক.ম শাহাব উদ্দিন ফরায়েজী একজন মুক্তিযুদ্ধা। পাশাপাশি নির্লোভ ও সাদা মনের মানুষ ছিলেন। রাজনীতিবিদ হোক আর সমাজের যায় হোক যে ব্যক্তি কর্মের মধ্যে সবার প্রশংসা অর্জন করেছেন আমরা তাদের স্বীকৃতির জন্য কাজ করে যাব। ভালোর সাথে থাকব। আর মন্দকে পরিহার করব। এ স্মৃতি সংসদের মাধ্যমে আমরা প্রয়াত নেতা শাহাব উদ্দিন ফরায়েজীর স্মৃতি ধরে রাখব। তিনি মানুষের কল্যানে আজীবন কাজ করেছেন। আমরা আশা করব এ ধরনের মহৎ উদ্যোগ গুলোর মাধ্যমে তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন তার উত্তোরসুরিরা। গুনিজনকে সম্মান না দিতে জানলে সমাজে কখনো গুনিজন তৈরি হয়না। আমরা ধন্য মনে করছি আজকে এ ধরনের একটি মহৎ উদ্যেগের সাথে নিজেদেরকে সামিল করতে পেরে। গতকাল ১৪ নভেম্বর সোমবার পেকুয়া উপজেলা আ’লীগের প্রয়াত সভাপতি আ.ক.ম শাহাব উদ্দিন ফরায়েজী স্মৃতি সংসদের শুভ উদ্বোধন অনুষ্টানে এসব কথাগুলো বলেছেন বক্তরা। টইটং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়িতে ওই স্মৃতি সংসদের কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। দুপুর সাড়ে ১২টায় পেকুয়ার ইউএনও মো.মারুফুর রশিদ খান ফিতা কেটে স্মৃতি সংসদ কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। স্মৃতি সংসদের পৃষ্টপোষক ও শাহাব উদ্দিন ফরায়েজীর ছেলে পেকুয়া উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি মেহেদী হাসান ফরায়েজীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুর রশিদ খান, টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, জেলা আ’লীগ সদস্য এস.এম গিয়াস উদ্দিন, উম্মে কুলসুম মিনু, পেকুয়া থানার অফিসার ইনর্চাজ জিয়া মো.মোস্তাফিজ ভুঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন টইটং আ’লীগ সভাপতি ছরওয়ার কামাল চৌধুরী, আ’লীগ নেতা আনোয়ারুল হক বদু, প্যানেল চেয়ারম্যান শাহাব উদ্দিন, জাফর আলম, শওকত ওসমান দুলাল, উপজেলা যুবলীগ যুগ্ন সম্পাদক এম.আকতার হোছাইন, যুগ্ন সম্পাদক সাংবাদিক নাজিম উদ্দিন, জাতীয় শ্রমিকলীগ যুগ্ন সম্পাদক জহির উদ্দিন, প্রধান শিক্ষিকা জুবাইদা খানম মুন্নি, শিক্ষক নজরুল ইসলাম, স্মৃতি সংসদের সদস্য ফাহিম, পারভেজ, আনোয়ার, খালেদ, মৌলানা মাহবুল করিম, কামাল হোসেন, আরাফাত, শাহাদত, জয়নাল প্রমুখ। ওই স্মৃতি সংসদের জন্য পেকুয়ার ইউএনও মারুফুর রশিদ খান ১০হাজার টাকার ব্যক্তিগত অনুদানের চেক প্রধান পৃষ্টপোষক মেহেদী হাসান ফরায়েজীর নিকট তুলে দেন। ওই স্মৃতি সংসদের পক্ষ থেকে শীতার্থ মানুষের মাঝে কম্বল ও শীত বস্ত্র বিতরনের আগাম ঘোষনাও দিয়েছেন ইউএনও।

##############

পেকুয়ায় ইয়াবাসহ আটক-৩

পেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় ৪০পিচ ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর গোয়াখালী মামাভাগিনার দোকান নামক স্থান থেকে তাদেরকে আটক করে পেকুয়া থানা পুলিশ। আটকৃতরা হলেন উত্তর গোঁয়াখালী এলাকার আব্দুল মতলবের ছেলে মো.সুমন (২০), পশ্চিম গোঁয়াখালী মাতবরপাড়া এলাকার মৃত.মুরাদ মিয়ার ছেলে আব্দুল লতিফ জুয়েল (৩৯) ও একই এলাকার মৃত.কামাল হোসেনের ছেলে মো.মারুফ (২৪)। জানা গেছে পেকুয়া থানার এসআই কামনুল হাসান ও এএসআই মনিতোষ চাকমা গোপন সংবাদের ভিত্তিতে মাদক স¤্রাজ্ঞী কুলসুমার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে ৪০পিচ ইয়াবা, ইয়াবা সেবনের সরাঞ্জমাদি উদ্ধার করে। এ সময় কুলসুমার ছেলে সুমনসহ তিতনজনকে আটক করে। পেকুয়া থানার এএসআই মনিতোষ চাকমা জানায় সংশ্লিষ্ট আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। এএসআই এমদাদ মিয়া বাদি হয়ে ওই মামলাটি রুজু হচ্ছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। পুলিশ জানায় স্থানীয় গ্রাম পুলিশ ও উত্তর গোঁয়াখালী সমাজ পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন এ অভিযানে পুলিশকে সহযোগিতা করে।

পাঠকের মতামত: