ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা করে মসজিদে দোয়া, থানায় এজাহার

পেকুয়া প্রতিনিধি :: ডেঙ্গুতে আক্রান্ত সারাদেশ। মানুষ মরছে হাজার হাজার। মানুষ মরবে কেন, শেখ হাসিনার মরে যাওয়া উচিত। জালেম সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা না মরলে দেশের মানুষ রক্ষা পাবে না। তার পাপের কারণে দেশে ভয়াবহ অবস্থা হয়েছে। এছাড়াও সাঈদী সাহেবের মুক্তি হচ্ছেনা শেখ হাসিনার কারণে।

এমন বক্তব্য দিয়ে দোয়া করতে বাধ্য করেন পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের সন্দুরী পাড়া এলাকার একটি মসজিদের ইমামকে।

তার মোনাজাত মাইকে প্রচার করতেও বাধ্য করেন মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা। এমন অভিযোগ করে পেকুয়া থানায় লিখিত এজাহার দায়ের করেন ওই এলাকার মৃত মৌলভী এয়াকুব আলীর পুত্র হেফাজ উদ্দিন।

হেফাজ উদ্দিন বলেন, শুক্রবার জুমার নামাজ শেষে যখন ডেঙ্গু আক্রান্ত রোগীদের নিয়ে মোনাজাত শুরু করি তখনই আমাকে থামতে বলেন। ওই একই মাদ্রাসার পরিচালক নেজাম উদ্দিন, আবু তাহের, মৌলভী রমিজ, নবীর হোসেন, মোঃ জহির বলেন, ডেঙ্গু রোগ আল্লাহর গজব। এছাড়াও জালেম সরকারের পতন এবং সাঈদী সাহেবের মুক্তির জন্য দোয়া করতে হবে। তিনি তা করতে অপরাগত প্রকাশ করলেও তা করতে বাধ্য করেন এবং মাইকে প্রচারও করেন। ওই সময় স্থানীয় মুসল্লীরা প্রতিবাদ করলে অশ্লীল ভাষায় গালিও দেন তারা। এলাকার সচেতন মানুষ হিসাবে আমি থানায় লিখিত এজাহার দিয়েছি।

পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভূঁইয়া বলেন, লিখিত এজাহার থানায় জমা হয়েছে দেখতে হবে। খোঁজ নিয়ে জানাব।

পাঠকের মতামত: