ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় পুলিশি বাধার মুখেও যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পেকুয়া প্রতিনিধি :: কক্সবাজারের পেকুয়ায় পুলিশি বাধার মুখেও যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুটের নেতৃত্বে যুবদলের দু’শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

এরপর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী সহকারে নেতাকর্মীরা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ও পেকুয়া বাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন। কিন্তু যুবদল সভাপতি কামরান জাদিদ মুকুট পুলিশি বাধার মুখে পড়েও র‌্যালীটি প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের পার্শ্বের একটি স্থানে দোয়া মহফিল ও আলোচনা সভা আয়োজন করেন।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসিন, উপজেলা যুবদল নেতা মনছুর আলম ইউনুছ, সাবেক দপ্তর সম্পাদক নাছির উদ্দিন, সাজ্জাদ নুর, নুরুল হোছাইন, উজানটিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ওয়াহিদুজ্জামান, মগনামার সভাপতি খালেদ মোশারফ, সদর পূর্বজোন সভাপতি দিদারুল ইসলাম ।

উপস্থিত ছিলেন, শিলখালীর সভাপতি আবদুল আওয়াল দুলাল, রাজাখালীর সভাপতি আব্বাছ উদ্দিন, পেকুয়া সদর পূর্বজোনের সাধারণ মোঃ কাইছার, উজানটিয়ার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, মগনামার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, রাজাখালীর সাধারণ সম্পাদক আবদু শুক্কুর, শিলখালীর সম্পাদক মোঃ ফরহাদ, উপজেলা যুবদল নেতা হেলাল উদ্দিন, সদর পূর্বজোন নেতা ফজল করিম, শাহাদত হোছাইন, টইটং যুবদল নেতা বাবু, ফাহিম কামাল, রিয়াদ, শহিদুল্লাহ, আবু তাহের, বারবাকিয়ার শওকত, হেলাল, সদর পশ্চিম জোন সম্পাদক ইউনুছ, সদর পশ্চিম জোনের নেতা জাকের হোছাইন, মনজুর আলম, নুরুল হোছাইন, মোঃ সোয়াইব, উজানটিয়ার যুবদল নেতা ছলিম, মগনামার যুবদল নেতা সাইফুল এবং হাসান, রাজাখালীর যুবদল নেতা গিয়াস উদ্দিন, পূর্ব জোনের নেতা রাশেদ, শিলখালীর নেতা জাব্বার।

পাঠকের মতামত: