ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় পুকুরে পড়ে দুই সন্তানের জননীর মৃত্যু

পেকুয়া সংবাদদাতা ::
পেকুয়ায় পুকুরে পড়ে সাকের বেগম (৩৫) নামের দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে পেকুয়া সদর ইউনিয়নের মৌলভী পাড়ার মোঃ অাজিমের স্ত্রী। বুধবার দুুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।

পেকুয়া সরকারী হাসপাতালের চিকিৎসক মুজিবুর রহমান তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। মহিলার পারিবারিক সূত্রে জানা গেছে, মর্মান্তিক মৃত্যুর শিকার সাকেরা বেগম দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভূগছিলেন। দুপুরে সে পুকুরে গোসল করতে গেলে রোগের কারণে পানিতে পড়ে যায়। দ্রুত পুকুর থেকে ওঠিয়ে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।

পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভূইয়া বলেন, মহিলাটি মৃগী রোগে ভোগছিলেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

পাঠকের মতামত: