পেকুয়া প্রতিনিধি ::
কক্সবাজারের পেকুয়ায় নদী ভরাট করে নির্মিত হচ্ছে মার্কেট। স্থাপনা নির্মান কাজ বাস্তবায়ন করতে সৌদি প্রবাসী এক বিত্তশালী ব্যক্তি এবার প্রবাহমান জোয়ার-ভাটার নদী ভরাট করছেন। নদীর জেগে উঠা চর জবর দখল করে ওই ব্যক্তির নেতৃত্বে চলছে অবৈধ স্থাপনা নির্মান কাজ। বহুতল ভবন নির্মানের জন্য ওই ব্যক্তি টইটং খালের বিশাল অংশে মাটি ভরাট করেছেন। উপজেলার টইটং ইউনিয়নের ৬নং ওয়ার্ড়ের নাপিতখালী গ্রামে চর দখলের মহোৎসব চলছে। নাপিতখালী-মৌলভী বাজার ব্রীজ সংলগ্ন খালের উত্তর পয়েন্টে প্রবাসীর নেতৃত্বে মার্কেট নির্মান কাজ চলমান রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, টইটং ইউনিয়নের নাপিতখালী গ্রামের মৃত.নুরুল ইসলামের ছেলে সৌদি প্রবাসী বেলাল উদ্দিন ও তার ভাই হেলাল উদ্দিন মার্কেট নির্মান কাজ বাস্তবায়ন করছেন। তারা সরকারি জায়গা জবর দখল করে ব্রীজের লাগোয়া জায়গায় সম্প্রতি মাটি ভরাট কাজ শেষ করেছেন। টইটং খালের খর¯্রােতা নদীর প্রবাহমান অংশে ওই চক্র পাইলিং করে মাটি ভরাট করেছে। জায়গা পাউবোর মালিকানাধীন। পশ্চিম টইটং অংশের এ জায়গাটি অত্যন্ত মুল্যবান।
স্থানীয়রা জানায়, জায়গাটি সরকারি হলেও এর বর্তমান বাজার মুল্য প্রায় ২০ লাখ টাকা। রাজাখালী আরবশাহ বাজার ও পেকুয়া বাজার সড়কের মৌলভী বাজার গুরুত্বপুর্ন মোকামে এর স্থিতি অবস্থান। ওই জায়গার প্রতি লোলুপ দৃষ্টি পড়েছে সৌদি প্রবাসি বেলাল উদ্দিনের।
নাপিতখালী লোকজন জানায়, বেলাল উদ্দিন শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। এক সময় জামাত-শিবিরের অর্থের যোগানও দিতেন। বর্তমানে ক্ষমতাসীন দলের স্থানীয় এক চেয়ারম্যানের ছত্রছায়ায় শিবিরের সাবেক এ নেতা সরকারী জায়গা জবর দখলে মেতেছে। টইটং খালটি জোয়ার ভাটায় রুপান্তর। পাহাড়ি ছরা থেকে এর উৎপত্তি। উজানের দিকে বহমান এ নদী বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে মিশেছে। ফসল উৎপাদন ও পানি নিস্কাশনের জন্য টইটং, বারবাকিয়া ও চট্টগ্রাম জেলার বাঁশখালীর আংশিকসহ বিপুল অঞ্চল এ নদীর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বেলাল উদ্দিন মৌলভী বাজার পয়েন্টে ব্রীজ লাগোয়া স্থানে মাটি ভরাট করায় নদীর ¯্রােতধারা সংকোচিত হয়েছে। চরের পাশাপাশি ভরাট করেছে নদীর প্রবাহমান অংশেও।
মাটির ক্ষয়রোধ করতে উপকুলীয় বনবিভাগ ওই স্থানে ম্যানগ্রোভ বাগান সৃজন করে। নদীর চরে শত শত সবুজ বেষ্টুনীর মাদার ট্রি উজাড় করে ওই ব্যক্তি জায়গাটি খালি করেছে। প্রায় ১০ শতক জায়গায় ভরাট করা হয়েছে মাটি। পাউবোর বেড়িবাধের দক্ষিন ও উত্তর অংশ উভয় পাশে বেলাল উদ্দিন মাটি ভরাট করেছেন। লোকালয় অংশে আগে মাটি ভরাট কাজ শেষ করেছেন। ওই অংশে এখন নির্মান কাজ চলমান রয়েছে। মার্কেট নির্মানের জন্য মাটির তলদেশে আরসিসি পিলার উঠে গেছে। বেড়িবাধের বাহিরের অংশটি নতুন করে ভরাট করছে। জায়গা বর্ধিতকরন করতে এ প্রক্রিয়া সম্প্রতি নিয়েছেন। মুল্যবান জায়গায় স্থাপনা নির্মান কাজ অব্যহত থাকলেও আইনগত ব্যবস্থা নেই সংশ্লিষ্ট বিভাগের।
ব্যবসায়ীরা জানায়, জায়গাটি এমনি জবর দখল হচ্ছেনা। তারা মোটা টাকা দিয়ে কর্তৃপক্ষকে ম্যানেজ করেছে। স্থানীয় প্রভাবশালীদেরও টাকা দিয়ে মুখ বন্ধ করেছে। এক সময় ছিলেন শিবিরের দুর্ধর্ষ ক্যাডার। এখন তারা চেয়ারম্যান ও এমপির অনুগত। তারা কিছুই তোয়াক্কা করছেনা।
এ ব্যাপারে বেলাল উদ্দিনের ভাই হেলাল উদ্দিন জানায়, সমস্যা নেই। আমরা সব ঠিকঠাক করে কাজ আরম্ভ করেছি। তিনি জানান আ’লীগ নেতা আবু হেনা মোস্তফা কামাল চৌধুরী আমাদেরকে অনেক আগে থেকে সহযোগিতা করেছেন। এখন ওনাকেও বলেছি, টইটংয়ের চেয়ারম্যানকেও বলেছি। নিউজ লিখলে সমস্যা নেই।
পেকুয়ার ইউএনও সাঈকা শাহাদত জানান, বিষয়টি আমি জেনেছি। অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে। সরকারী জায়গা জবর দখলকারীদের ফৌজধারী আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।
প্রকাশ:
২০২০-০২-১৪ ১৩:০৮:৫১
আপডেট:২০২০-০২-১৪ ১৩:০৮:৫১
- চকরিয়ায় প্যারাবন নিধনের মামলায় আসামি নিরীহ মানুষ
- পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
- চকরিয়ায় সেনাবাহিনীর হাতে নারীসহ তিনজন গ্রেফতার
- মেরিন ড্রাইভ সড়কে অস্ট্রেলিয়ান নাগরিক নিহত
- চকরিয়ায় সাবেক এমপি জাফর সাঈদি সহ আওয়ামী লীগের ২৮৭ জনের বিরুদ্ধে থানায় নতুন মামলা
- চকরিয়ায় যাত্রীবাহী বাস থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, বিক্রেতা গ্রেফতার
- দুর্নীতির আখড়ায় কক্সবাজার সিটি কলেজ
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- বদরখালী সমিতির ১১টি মৎস্য প্রকল্পের নিলাম নিয়ে বিরোধ
- রামুতে আপন ভাতিজিকে অপহরণ করে মুক্তিপণ দাবি
- রামুতে ল্যাপটপ পেলেন ৮০ নারী ফ্রিল্যান্সার
- চকরিয়া সদরের বক্স রোড সম্প্রসারণ কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
- বহিরাগতদের নিয়ে কলেজে গেলেন পদত্যাগ করা বিতর্কিত অধ্যক্ষ মুজিবুল আলম
- চকরয়ার ঠিকাদার মিজান গ্রেফতার, কোটি টাকার ঋণের জেল-জরিমানার দায়ে
- কক্সবাজার আবাসিক হোটেলে ৭০ ইউপি সদস্যের ‘গোপন বৈঠক’, আটক ১৯
- চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি ডাম্পার ও স্কেভেটর জব্দ
- চকরিয়ার রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় : কোটি টাকা লোপাটের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- উত্তপ্ত রামু সরকারি কলেজ: অধ্যক্ষ মুজিবের অপসারনের দাবিতে কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা
- কুতুবদিয়ায় গর্তে ১০ লক্ষ মণ পুরাতন লবন,লোকসানের শংকা চাষীরা
- চকরিয়ার সাবেক এমপি জাফর আলম, সালাহউদ্দিনসহ আওয়ামী লীগের ৭৩৬ জন আসামী
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
পাঠকের মতামত: