ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

পেকুয়ায় টেফ মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

পেকুয়া অফিস ::
পেকুয়ায় টেফ মেধা বৃত্তি পরীক্ষা/১৮ ইং তিনটি কেন্দ্রে সুষ্টুভাবে সম্পন্ন হয়েছে। ১২ অক্টোবর (শুক্রবার) সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্টিত হয়। টইটং এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত(টেফ) মেধা বৃত্তি পরীক্ষায় পেকুয়া উপজেলার তিনটি কেন্দ্রে ১ম থেকে ৮ম শ্রেণী পর্যন্ত সর্বমোট ৯২১ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। টইটং ইক্বরা স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ২১০ জন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ২৯৭ জন, টইটং উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ৪১৪ জন। এ দিকে কেন্দ্র তিনটিতে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন টইটং ইক্বরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ দলিল আহমদ, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, টইটং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)রাশেদুল ইসলাম। পরীক্ষার হলসমুহ পরিদর্শন করেন টইটং এডুকেশন ফাউন্ডেশন (টেফ) মেধা বৃত্তি পরীক্ষার চেয়ারম্যান লায়ন এম, নুরুল আবছার, জেনারেল সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ এনামুল হক। সার্বিক সহযোগিতায় ছিলেন টেফের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ উল্লাহ ফিরোজ, সাবেক ভাইস চেয়ারম্যান এম, শহিদুল্লাহ চৌধুরী বাচ্চু, ডা: ফরিদুল আলম, এইচ,এম আতাউল্লাহ, বর্তমান ভাইস চেয়ারম্যান, লায়ন নাছির উদ্দিন, রেক্টর(১) মাষ্টার জয়নাল আবদীন,(২) আবদুল মাবুদ, অর্থ সম্পাদক আবদুল মজিদ, চীফ অডিটর ডা: মোহাম্মদ ছমিউল্লাহ প্রমুখ। এ দিকে পরীক্ষা কমিটির নেতৃবৃন্দ জানান, আগামী ২০ দিনের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হইবে।

পাঠকের মতামত: