ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

পেকুয়ায় টর্ণেডোর আঘাতে বিধ্বস্থ শতাধিক বসতবাড়ি

aaaaaপেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় টর্নেডোর আঘাতে প্রায় শতাধিক বসতবাড়ি বিধ্বস্থ হয়েছে। গাছপালা উপড়ে গেছে। গত শনিবার সকালে পেকুয়া উপজেলায় আঘাত হানে টর্ণেডো। এ সময় উপজেলার মগনামা, উজানটিয়াা ও সদর ইউনিয়নে প্রায় শতাধিক বাড়িঘর সম্পুর্ন বিধ্বস্থ হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে। ওইদিন সকাল ১০টার দিকে প্রচন্ড বৃষ্টি হয়। বৃষ্টির সাথে বজ্রপাত ও টর্ণেডো বয়ে যায় উপকুলবর্তী ইউনিয়ন সমুহের উপর দিয়ে।

 মুর্হুতের মধ্যে মগনামা ইউনিয়নের মুহুরীপাড়া, মগঘোনা, মিয়াজিপাড়া, মাঝিরপাড়া এলাকায় অন্তত অর্ধ শতাধিক বাড়িঘর প্রচন্ড বাতাসে বিধ্বস্থ হয়। টর্ণেডোর মাত্রা ছিল তীব্র। এর আঘাতে কোন কোন বাড়িঘর উড়ে গেছে অন্যত্রে।

 মগনামার ৫নং ওয়ার্ড়ের ইউপি সদস্য মো.আলমগীর জানায় মুহুরীপাড়া এলাকায় মৃত.মোহাম্মদ হোসেনের টিনের চাল প্রায় আধা কি.মি দুরে গিয়ে লবন মাঠে পড়ে। একইভাবে ওই এলাকার তৌহিদ, মৌলভী জহিরুল ইসলাম, মৃত কামাল আহমদ ও ছাদেকের বসতঘর সম্পুর্ন বিধ্বস্থ হয়েছে। উজানটিয়া ইউনিয়নের পেকুয়ারচর ও সুতাচুড়া এলাকায় টর্নেডোর আঘাতে প্রায় ২০টির অধিক বাড়ি বিধ্বস্থ হওয়ার খবর পাওয়া গেছে।

 ওই ইউনিয়নের ইউপি সদস্য ওসমান গনি জানায় সুতাচুড়া এলাকার নুরুল আলম, পেকুয়ারচর এলাকার রকিমা বেগম, নুরুল আজিম, আব্দুল খালেক, সাইরিন বেগমের বাড়িসহ অন্তত ২০টি বাড়ি সম্পুর্ন বিধ্বস্থ হয়েছে। পেকুয়া সদর ইউনিয়নের পুর্ব গোঁয়াখালী টেকপাড়া, পুর্ব বিলহাসুরা, বাইম্যাখালী, দক্ষিন বটতলীয়াপাড়া এলাকায় টর্নোডোর আঘাতে প্রায় ২০-২৫টি বসতবাড়ি উড়ে গেছে।

 সদরের ইউপি সদস্য সাজ্জাদ হোসাইন ও নুরুল হক সাদ্দাম জানান টর্ণেডোর আঘাতে বটতলীয়াপাড়া এলাকার সাজেদা বেগম, জামাল হোসেন, হারুন, আকতার হোসেন, গুরামিয়া, আবু তৈয়বের বসতবাড়িসহ দু’টি ব্র্যাক স্কুল সম্পুর্ন বিধ্বস্থ হয়েছে। একইভাবে গোঁয়াখালী এলাকার মজু মিয়া, মেহেরুন্নেছা, আকতার বাইম্যাখালীর রেজাউল করিম, দিলমোহাম্মদের বাড়ি বিধ্বস্থ হয়েছে। মগনামা ইউনিয়নের মুহুরীপাড়ায় সদ্য প্রতিষ্টিত ক্যাডেট ইসলামীয়া মাদ্রাসা ভবন টর্ণেডোর আঘাতে ভেঙ্গে গেছে। শক্তিশালী টর্ণেডো চুরমার করে দিয়েছে পেকুয়ার বসতবাড়িসহ শতশত গাছপালা।

 এদিকে টর্ণেডোর আঘাতে সম্পুর্ন বিধ্বস্থ হওয়া মগনামার মুহুরীপাড়া এলাকার মৃত.মোহাম্মদ হোসেনের পরিবার চরম বিপাকে পড়েছে। মাথাগুঁজার ঠাঁইটুকু বাতাসে উড়ে যাওয়ায় দরিদ্র পরিবারটি কঠিন মানবেতর দিনাতিপাত করছে। খোলা আকাশের নিচে বৃষ্টির মধ্যে বিধবা মমতাজ বেগম ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে দিন কাটাচ্ছে। আবহওয়া অধিদপ্তর সুত্রে জানা গেছে বাংলাদেশের ভৌগলিক অবস্থানের মধ্যে আকাশে মেঘমালা তৈরি হয়েছে। এর বিরুপ প্রভাবে প্রচুর বৃষ্টিপাতসহ বাতাসের আদ্রতা বৃদ্ধি পেয়েছে।

###########

পেকুয়ায় কমিউনিটি পুলিশিং কর্মশালা

পেকুয়া প্রতিনিধি ::

পেকুয়ায় কমিউনিটি পুলিশিং এক কর্মশালা অনুষ্টিত হয়েছে। ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ নিজের নিরাপত্তা নিজেই নিশ্চিত করুন, কমিউনিটি পুলিশকে হ্যাঁ বলুন এ প্রতিপাদ্য বিষয়ের উপর কমিউনিটি পুলিশিং কর্মশালা গতকাল রবিবার দুপুর ১২টা সম্পন্ন হয়েছে। কমিউনিটি পুলিশ পেকুয়া সদর ইউনিয়ন ওই কর্মশালার আয়োজক। পেকুয়া সমবায় কমিউনিটি সেন্টার (ঋনদান হল রুমে) অনুষ্টিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পেকুয়া থানার অফিসার ইনর্চাজ জিয়া মো.মোস্তাফিজ ভুঁইয়া।

 উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার হানিফ চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশ সদরের সদস্য সচিব ও ইউনিয়ন আ’লীগ সভাপতি এম.আযম খান। বক্তব্য রাখেন পেকুয়া বাজার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.এর সভাপতি হাজ্বি আকতার আহমদ, সেক্রেটারী মো.মিনহাজ উদ্দিন, কলেজ গেইট চৌমুহনী ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল করিম মিন্টু, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মো.বারেক, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মাষ্টার নাছির উদ্দিন, ছাত্রলীগ সভাপতি কপিল উদ্দিন বাহাদুর।

 এ সময় উপস্থিত ছিলেন এসআই বিমল কান্তি নাথ, হোসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা জসিম উদ্দিন, উপজেলা সৈনিকলীগ সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম হিরু, মাষ্টার মাহবুল আলম, মাষ্টার মোজাম্মেল হক, মাষ্টার আবুল কালাম, ব্যববসায়ী সমিতির নেতা শাহেদ ইকবাল, আ’লীগ নেতা আমিরুল খালেদ, নুরুল ইসলাম, ফরিদুল আলম, কাইসার, মো.বাচ্চু, নুরুজ্জামা, যুবলীগ নেতা বাদশাহ, আছাদুল হক, শাহজাহান, ছাত্রলীগ নেতা আমিনুর রশিদ, ফারুখ, নওশা মিয়া প্রমুখ।

পাঠকের মতামত: