ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় ঝুলন্ত বাকপ্রতিবন্ধীর লাশ উদ্ধার

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নে বটতলী এলাকায় এক বাক প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।  ১৭ নভেম্বর ১০ টার দিকে এ ঝুলন্ত লাশ উদ্ধার করে পেকুয়া থানা পুলিশ। ওই যুবকের নাম জসিম উদ্দিন(৩২) প্রকাশ বোবাইয়া। সে ওই বটতলী বকসুপাড়ার ক্বারী ইউসুফের ছেলে। তিনি বাকপ্রতিবন্ধী। বৃহস্পতিবার দিবাগত রাতে লিচু গাছের সাথে গলায় শাড়ি প্যাচিয়ে আত্মহত্যা করেছে ওই যুবক। স্ত্রীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে স্থানীয়রা জানান। নিহত জসিম উদ্দিন দুই সন্তানের জনক। এ ঘটনায় পেকুয়া থানার এস,আই সুব্রত রায় লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করেছেন। তবে কোন পক্ষ থেকে অভিযোগ নেই বিধায় এডিএম থেকে অনুমতি নিয়ে আসলে লাশটি আত্মীয় স্বজনের নিকট হস্তান্তর করা হবে।

##############

পেকুয়ায় হামলায় যুবক আহত

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নে মিয়ারপাড়া এলাকায় দুবৃর্ত্তর হামলায় ফোরকান(২২) নামের এক যুবক আহত হয়েছে। সে ওই এলাকার নুর মোহাম্মদের ছেলে। আহত যুবক লবণ চাষের কাজ করে। গতকাল ১৭ নভেম্বর সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, ফোরকানের সৎভাই মৃত আলী মিয়ার পুত্র আহমদ ছবি বিদেশে যাচ্ছে। তার কারনে ফোরকানের নিকট থেকে ৫০ হাজার টাকা ধার চাই। ওই টাকা দিতে রাজি না হওয়ায় ওই যুবকের উপর লাঠি অতর্কিত হামলা করে। হামলায় ফোরকানের মাথায় ও মুখে মারাত্মক জখম হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করে।

পাঠকের মতামত: