ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় চোরাই পলিথিনসহ নৌকা জব্দ

politinপেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় পাচারের সময় পলিথিনসহ নৌকা জব্দ করেছে স্থানীয়রা। একটি চোর সিন্ডিকেট লবন মাঠের ব্যবহৃত পলিথিন নৌপথে পাচার করছিল। এ সময় নৌকা ভর্তি পলিথিন জনতা আটক করে। যার মুল্য প্রায় ৭০হাজার টাকা। এদিকে লবন মাঠের পৃথক গর্ত থেকে পলিথিনগুলো উত্তোলনের সময় চাষির প্রায় ছয়শত মন লবন পানির সাথে মিশে গিয়েছে বলে জানা গেছে। গত বৃহষ্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের মধ্যম উজানটিয়া মৌলভীপাড়া এলাকা থেকে এসব চোরাই পলিথিন জব্দ করা হয়েছে। পলিথিনের মালিক মৌলভীপাড়া এলাকার লেদুমিয়ার ছেলে আমান উল্লাহ জানিয়েছেন গত লবন মৌসুমে ত্রিশ কানি মাঠে লবন উৎপাদনের জন্য পলিথিন ব্যবহার করেছি। এসবে মধ্যে বেশ কিছু পলিথিন আগামি মৌসুমে লবন উৎপাদনের জন্য মাঠে ফের ব্যবহারের জন্য লবন মাঠের গর্তে রেখেছি। গর্তে প্রায় ছয়শত মন লবনও ছিল। তিনটি গর্তে প্রায় তিনশত পিচ পলিথিন রেখেছি। ওইদিন রাতে একই এলাকার ছাবের আহমদের ছেলে শেফায়েত উল্লাহ তার ভাই ওয়াহিদুল ইসলাম ও শহিদুল ইসলামসহ ৫-৬জনের একটি সিন্ডিকেট পলিথিনগুলো চুরি করে নিয়ে যাচ্ছিল। এ সময় খবর পেয়ে নৌকা ভর্তি পলিথিন জব্দ করে স্থানীয়রা। তারা আমার প্রায় আড়াই লাখ টাকার লবন পানির সাথে মিশে দিয়েছে। প্রত্যক্ষদর্শী হাবিব উল্লাহ, আব্দুল খালেক, আবুল কাসেম জানায় পাচারের সময় আমরা পলিথিনসহ নৌকা জব্দ করি। কিন্তু পাচারকারিরা পালিয়ে যায়। বিষয়টি আমরা তাৎক্ষনিক স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করি। স্থানীয় ইউপি সদস্য জিয়াবুল হক সিকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন জব্দকৃত নৌকা ও পলিথিন আমার হেফাজতে রাখা হয়েছে।

পাঠকের মতামত: