ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় চোরাইমাল সহ চোর আটক

545454নিজস্ব প্রতিনিধি, পেকুয়া :::

পেকুয়ায় ২টি ল্যাপটপ ও ১টি আইফোন সহ চোর সিন্ডিকেটের সদস্য শাহ আলম (২৮)কে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (৪ডিসেম্বর) বিকেল ৫টার দিকে পেকুয়া উপজেলার সোনালী বাজার থেকে ওই মালামালসহ পেকুয়া থানার এসআই নাছিরের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। আটক শাহ আলম উজানটিয়া ইউনিয়নের পেকুয়ার চর এলাকার আলী হোসাইনের পুত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, সপ্তাহ খানেক আগে চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার কলেজ গেইট এলাকার জনৈক সেলিম চৌধুরীর বাসা থেকে এসব জিনিস চুরি হয়ে যায়। এবিষয়ে তিনি সংশ্লিষ্ট থানার সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। এদিকে ওইসব চোরাই মালামালের খোজ পেয়ে পেকুয়া থানার পুলিশ অভিযান চালিয়ে মালামাল সহ চোরকে আটক করে।

পাঠকের মতামত: