ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় চেয়ারম্যান-মেম্বার পদে ৬জনের মনোনয়ন বাতিল

up-electionপেকুয়া অফিস ::

পেকুয়ায় চেয়ারম্যান-মেম্বার পদে ৬জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।পেকুয়া উপজেলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন গতকাল ৫মার্চ শনিবার ছিল প্রার্থীদের মনোনয়ন বাছাইয়ের প্রথম দিন। প্রথম দিনে তিনটি ইউনিয়নের প্রার্থীদের মনোনয়ন বাছাইয়ে একজন চেয়ারম্যান ও ৫জন সদস্য ফরম বাতিল করেছে স্ব-স্ব ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তা। গতকাল ছিল পেকুয়া সদর ইউনিয়ন, উজানটিয়া ও বারবাকিয়া ইউনিয়নের বাছাইয়ের দিন। পেকুয়া উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে ঋণ খেলাপীর দায়ে পেকুয়া সদর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক নাছির উদ্দিনের প্রার্থীতা বাতিল করে রির্টানিং অফিসার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরী। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠন প্রার্থী হয়েছিলেন। একইভাবে ঋন খেলাপীর দায়ে সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড থেকে ফেরদৌস আহমদ, ৪ নং ওয়ার্ড থেকে আবদু শুক্কুর ও ৫ নং ওয়ার্ড থেকে বেলাল উদ্দিনের মনোনয়ন বাতিল করা হয়। অপরদিকে উজানটিয়া ইউনিয়ন থেকে ৪ নং ওয়ার্ডের ফজলুল করিম, বারবাকিয়া ইউনিয়ন থেকে নুরুল আমিন মাতবরকে ঋণ খেলাপীর দায়ে তাদের মনোনয়ন ফরম বাতিল করা হয়। বারবাকিয়া, টইটং ও শিলখালী ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত রির্টানিং অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা এ.এইচ.এম মনিরুজ্জামান রাব্বানী জানান যাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে তারা আপিল করতে পারবে। তবে আগামি তিন দিনের মধ্যে তাদের আপিল করতে হবে। তিনি জানান ওই তিন দিনের মধ্যে কর্তৃপক্ষ সংশোধনী প্রদান করলে তারা নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে পারবেন। এদিকে আজ রবিবার শিলখালী, টইটং, রাজাখালী ও মগনামা ইউনিয়নের মনোনয়ন বাছাইয়ের দিন ধার্য রয়েছে।

পাঠকের মতামত: