ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় চেয়ারম্যান প্রার্থীর কান্ড, আহত-২

hamla__1নাজিম উদ্দিন, পেকুয়া :::

পেকুয়ায় চেয়ারম্যান প্রার্থীর নেত্বেত্বে একদল দুর্বৃত্তরা বসতবাড়ি ভাংচুর চালিয়েছে। এ সময় তাদের হামলায় দু’মহিলা আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। জায়গার বিরোধের জের ধরে গভীর রাতে এক অসহায় পরিবারের বসতবাড়িতে হানা দেয়। এ সময় ভীতি ছড়াতে অস্ত্রধারী দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে। ঘটনাটি ঘটেছে গত রবিবার গভীর রাতে উপজেলার রাজাখালী ইউনিয়নের মাতবরপাড়া এলাকায়। আহতরা হলেন ওই এলাকার রাজামিয়ার স্ত্রী জাহানারা বেগম (৪৮) ও মেয়ে পারভিন আক্তার (৩০)। স্থানীয়রা জানায় ৫০শতক জায়গা নিয়ে রাজামিয়ার সাথে প্রতিবেশি মৌ.সিরাজদৌল্লাহ’র ছেলে শিবির নেতা হুমায়ন কবির গংদের মধ্যে বিরোধ চলছিল। হুমায়ন কবির আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাজাখালীতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন। রাজামিয়ার ছেলে বাড়ির মালিক হারুনুর রশিদ অভিযোগ করেছেন হুমায়ন কবির, তার ভাই শহীদ উল্লাহ, মৃত.কালামিয়ার ছেলে মৌ.গিয়াস উদ্দিনসহ ৭/৮জনের দুর্বৃত্তরা শসস্ত্র অবস্থায় গভীর রাতে আমার বাড়িতে হানা দেয়। এ সময় তারা বসতবাড়ি ভাংচুর করে। নগদ টাকা ও মালামাল লুট করে। আমি কোন ক্রমে বাড়ি থেকে পালিয়ে যায়। এ সময় আমার মা ও বোনকে তারা পিটিয়ে আহত করে। স্থানীয়রা এগিয়ে আসার চেষ্টা করলে তাদেরকে ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে তারা। এর আগেও শিবির নেতা হুমায়নের নেতৃত্বে দুর্বৃত্তরা আমার ব্যবসা প্রতিষ্টানে হামলা চালিয়ে আমাকে আহত করেছে। গুলির খোসা থানায় পুলিশের কাছে দেয়া হয়েছে। রাজামিয়ার স্ত্রী জাহানারা বেগম জানায় জায়গা আমাদের। বসতবাড়ি থেকে উচ্ছেদ ও জবর-দখর করতে তারা বারবার হামলা চালাচ্ছে। কাগজপত্র ও বিচারের রায় সবকিছু আমাদের পক্ষে। স্থানীয়রা জানায় হুমায়ন কবির একজন দুর্ধর্ষ শিবির নেতা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শিবিরের ওই নেতা রাজাখালীতে জামাত-শিবিরের ব্যানারে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। এব্যাপারে হুমায়ন কবির জানিয়েছেন আমি চট্টগ্রামে অবস্থান করছি। এটি আমার বিরুদ্ধে চক্রান্ত। ইউপি নির্বাচনে পরিস্থিতি ঘোলাট করতে চক্রান্তকারীরা আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে।

পাঠকের মতামত: