ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় গাঁজাসহ নারী আটক

পেকুয়া প্রতিনিধি :atok,

পেকুয়ায় গাঁজাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের কাচারীমোড়া কসাইপাড়া থেকে পুলিশ তাকে আটক করে। আটককৃত মহিলার নাম রাশেদা বেগম(৩০)। তিনি ওই এলাকার মোহাম্মদ কালুর স্ত্রী। তবে গাঁজা উদ্ধার নিয়ে দু ধরনের বক্তব্য পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই মহিলা গাঁজাসহ মাদক বিকিকিনির সাথে লিপ্ত। বিপুল গাঁজাসহ নিজ বাড়ি থেকে পেকুয়া থানার এ,এস,আই সংকলন বড়–য়ার নেতৃত্বে পুলিশ তাকে আটক করে। পুলিশ জানায়, তার কাছ থেকে ৫ পোড়িয়া গাঁজাসহ তাকে আটক করা হয়।  সোমবার তাকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। গাঁজা রাখার দায়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব উল করিম তাকে এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

পাঠকের মতামত: