ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় ক্যান্সার আক্রান্ত ছাত্রীকে অর্থ দিলেন শিক্ষক সমিতি

পেকুয়া প্রতিনিধি :  পেকুয়ায় ক্যান্সার আক্রান্ত ১০ম শ্রেনীর ছাত্রী মরিয়ম বেগমকে নগদ অর্থ সহায়তা করলেন শিক্ষক সমিতি। বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ওই মেধাবী ছাত্রী দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভোগছিলেন। গত কয়েক মাস আগে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। এ সময় তাকে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে সম্প্রতি তার একটি হাতে অস্ত্রোপাচার হয়েছে। ক্যান্সার নিরাময় করতে তাকে ক্যান্সার হাসপাতালে রাখা হয়েছে। ভারতের চেন্নাইয়ে তাকে অস্ত্রোপাচার করা হয়েছে। বর্তমানেও সে দেশে চিকিৎসাধীন মরিয়ম। এ দিকে মেধাবী ছাত্রী মরিয়মের চিকিৎসা সহায়তার জন্য পেকুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদ নগদ অর্থ প্রদান করেছেন। ২৭ মে (সোমবার) বিকেলে শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদ ইফতার পার্টির আয়োজন করে। সংগঠনের কার্যালয়ে বিকেলে শিক্ষক প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। তারা ওই ছাত্রীর জন্য নগদ অর্থ তুলে দেন। সংগঠনের সভাপতি জাহেদ উল্লাহর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুর মোহাম্মদের সঞ্চালনায় এ সময় আলোচনা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আজগর হোসাইন, প্রধান শিক্ষক মোহাম্মদ ইউসুফ, মাষ্টার আবদু সাত্তার, মাষ্টার হানিফ চৌধুরী, মাষ্টার নাজিম উদ্দিন, মাষ্টার জাহাঙ্গীর আলম, মাষ্টার আজিজুর রহমান, এল.এম আসহাব উদ্দিন হৃদয়, মাষ্টার জমির, মাষ্টার ছরওয়ার আলম, মাস্টার আনছার আলী প্রমুখ। আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন জিএমসির শিক্ষক মাওলানা রুহুল আমিন। পেকুয়া চৌমুহনী কলেজ গেইট সংগঠনের কার্যালয়ে ইফতার মাহফিল ও নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্টান সম্পন্ন হয়েছে।

পাঠকের মতামত: