ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় কমিউনিটি ক্লিনিকে বিদ্যুৎপৃষ্ট হয়ে রোগির মৃত্যু

পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়ায় কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সেবা নিতে আসা রশিদা বেগম (৫০) নামের এক রোগী বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন।

শনিবার আজ ৩মার্চ দুপুর ১২টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের মাতবর পাড়া কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। নিহত নারী একই এলাকার নবী হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য ওসমান গণি বলেন, সকাল ১১টার দিকে রশিদা বেগম ক্লিনিকে চিকিৎসা নিতে যায়। এসময় বিদ্যুতের তারে জড়িয়ে দুর্ঘটনাবশত তার মৃত্যু হয়।

এদিকে নিহতের পরিবারের দাবী, ক্লিনিকের হেলথ সুপারভাইজার মোরশেদ তাকে ক্লিনিকে ঝাড়ু দিতে বাধ্য করে। ঝাড়ু দেয়ার এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার পর হেলথ সুপারভাইজার মোরশেদ পালাতক রয়েছে। মোরশেদ একই ইউনিয়নের বখশিয়া ঘোনা এলাকার অালম মেম্বারের পুত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত: