ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় এক ভ্যানচালকের লাশ উদ্ধার

পেকুয়া প্রতিনিধি :: পেকুয়ায় নেচার আহমদ (২৮) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৭জুন) দুপুরে উপজেলার রাজাখালী ইউনিয়নের মিয়া পাড়া এলাকা থেকে পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) ইয়াকুবুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ মরদেহটি উদ্ধার করেন। ভ্যানচালক নেচার আহমদ একই এলাকার মোজাহের আহমদের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

নিহতের ভাই আব্দুর রহিম প্রকাশ বাদশা চকরিয়া নিউজকে বলেন, বুধবার রাতের খাবার খেয়ে যথারীতি ঘুমিয়ে পড়েছিল আমার ভাই নেচার আহমদ। সকালে ডাকাডাকি করলে দরজা না খোলায় সন্দেহের সৃষ্টি হয়৷ এসময় পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভূইয়া চকরিয়া নিউজকে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পাঠকের মতামত: