ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় ইউপি নির্বাচন ধানের শীষে একক প্রার্থী ঘোষনা- নৌকা চেয়ে আছে কেন্দ্রের দিকে

Bnp namineson_resizedমো: ফারুক, পেকুয়া ::

পেকুয়া উপজেলার আওতাধীন ৭ ইউনিয়নে আসন্ন ৩১ মার্চ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে উপজেলা বিএনপি ধানের শীষ প্রতীকে একক প্রার্থী ঘোষনা করলেও বাংলাদেশ আওয়ামীলীগ নৌকা প্রতীকে গেজেট আকারে এখনো একক ঘোষনা করেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত পেকুয়া উপজেলার ৭ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা ঢাকাস্থ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন। গত দুইদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একক প্রার্থীর তালিকা প্রকাশ হলেও তা সঠিক নয় বলে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় এক নেতা তা নিশ্চিত করেছেন। একটি সূত্রে জানা গেছে, ২৮ ফেব্র“য়ারী রবিবার সকাল ১১টার দিকে বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা বোর্ড পেকুয়া উপজেলার ৭ ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থীতা ঘোষনা করবেন।

জানা গেছে, উপজেলা বিএনপি সদর ইউপিতে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, টইটংয়ে সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সহ-সভাপতি রমিজ আহমদ, শীলখালীতে বর্তমান চেয়ারম্যান উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল হোছাইন, রাজাখালীতে আরেক সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদার,বারবাকিয়ায় উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক সাইফুল ইসলাম, উজানটিয়ায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মিন্টু ও মগনামায় যুবনেতা সরাফতুল্লাহ চৌধুরী ওয়াসীম। তা ছাড়াও জামায়াত সতন্ত্র প্রার্থী হিসাবে প্রার্থী ঘোষনা করেছে বারবাকিয়ায় বর্তমান চেয়ারম্যান জামায়াত নেতা মৌওলানা বদিউল আলম, মগনামায় বর্তমান চেয়ারম্যান জামায়াত নেতা শহিদুল মোস্তফা চৌধুরী।

বাংলাদেশ আওয়ামীলীগ থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন সদর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত এ্যাড: কামাল হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বারবাকিয়ায় জেলা যুবলীগ নেতা জিএম কাশেম, মগনামায় ইউনিয়ন আ’লীগ সভাপতি খাইরুল এনাম, উজানটিয়ায় বর্তমান চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, টইটংয়ে ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী, শীলখালীতে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজিউল ইনসান ও রাজাখালীতে উপজেলা আওয়ামীলীগের সাবেক সম্পাদক মাষ্টার আজমগীর চৌধুরী। তবে পুরো সিন্ধান্তটি এখন পর্যন্ত কেন্দ্রের হাতে রয়েছে। নিশ্চিত করে বলা যাচ্ছেনা কে হচ্ছে ৭ইউনিয়নের নৌকার মাঝি।

পাঠকের মতামত: