ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী চুড়ান্ত জায়গা পেয়েছেন নবীন ও প্রবীনেরা

IMG_20160226_214327এফ এম সুমন, পেকুয়াঃ
আগামী ৩১ শে মার্চ অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফায় ইউপি নির্বাচনে অংশ নিতে পেকুয়ায় বিএনপির একক প্রার্থী ঘোষণা করা হয়েছে।এই নির্বাচনে পেকুয়ার ৭টি ইউনিয়নের বিএনপির প্রার্থীর মধ্যে রয়েছে নবীন ও প্রবীনেরা।তবে ইতিমধ্যে তাদের ঘোষিত প্রার্থী সময় উপযোগী সিদ্ধান্ত বলে মনে করছেন সচেতন ভোটারেরা।পেকুয়া সদর ইউনিয়নে ধানের শীষ প্রতিক নিয়ে লড়বেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম.বাহাদুর শাহ(বর্তমান চেয়ারম্যান),রাজাখালী ইউনিয়নে ধানের শীষ প্রতিক নিয়ে লড়বেন পেকুয়া উপজেলা বিএনপির সহ সভাপতি আনোয়ার হোছেন সিকদার,টৈটং ইউনিয়নে ধানের শীষ প্রতিক নিয়ে লড়বেন উপজেলা বিএনপির সহসভাপতি রমিজ উদ্দিন আহমদ ,শিলখালী ইউনিয়নে ধানের শীষ প্রতিক নিয়ে লড়বেন উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল হোছেন(বর্তমান চেয়ারম্যান),বারবাকিয়া ইউনিয়নে ধানের শীষ প্রতিক নিয়ে লড়বেন পেকুয়া উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম,মগনামা ইউনিয়নে ধানের শীষ প্রতিক নিয়ে লড়বেন,যুব নেতা শরাফত উল্লাহ ওয়াসিম,উজানটিয়া ইউনিয়নে ধানের শীষ প্রতিক নিয়ে লড়বেন উজানটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী মিন্টু।

পাঠকের মতামত: