ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় আ’লীগ নেতার মামলায় বারবাকিয়া ইউপি চেয়ারম্যান কারাগারে

পেকুয়া প্রতিনিধি :: কক্সবাজারের পেকুয়ায় আ’লীগ নেতার দায়ের করা মামলায় জেলে গেলেন   ইউপির চেয়ারম্যান এএইচ এম বদিউল আলম জিহাদি।

মঙ্গলবার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করা হয়। বিজ্ঞ হাকিম রাজিব কুমার দেব তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের এপিপি এড,শহিদুল্লাহ চৌধুরী। বাদি নুরুল ইসলাম বারবাকিয়া ইউপির আন্নর আলী পাড়া গ্রামের মৃত,বজরুস মিয়ার ছেলে ও বারবাকিয়া ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি।

মামলা সুত্রে জানাগেছে,গত রমজান মাসে চেয়ারম্যান বদিউল আলম রোজা না রাখা ও নামাজ না পড়ার অজুহাতে আ’লীগ নেতা নুরুল ইসলাম ও তার দু’ছেলে বাচ্চু ও আব্বাসকে মসজিদের ভেতর প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়। ওই ঘটনায় তিনি বাদি হয়ে পেকুয়া থানায় চেয়ারম্যানকে আসামি করে (জিআর-৫০/২০) মামলা দায়ের করেন।

বাদি নুরুল ইসলাম জানায়, গত ২৬ রমজানে চেয়ারম্যান বদিউল আলম নামাজ না পড়া ও রোজা না রাখার অপবাদে চার সমাজপতি ও আমাকে দিনে প্রকাশ্যে কান ধরে উঠবসা ও সিজদা দেয়। এ সময় আমাদের তওবা পড়ানো হয়। দুইদিন পর ২৮ রমজানে একই অপবাদে মসজিদের ভেতর আমাকে ও আমার দুই ছেলেকে নিষ্টুরভাবে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়। অপমান করতে এ ধরনের গর্হিত কাজ করেছেন।

স্থানীয় লোকজন জানায়, চেয়ারম্যান বদিউল আলম একজন সৎ, ন্যায় পরায়ন ও আধ্ম্যাতিক মানুষ। একজন নামকরা আলেম। তিনি দুইবার নির্বাচিত চেয়ারম্যান । বারবাকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ। তার বিরুদ্ধে এটা চক্রান্ত। ভাল মানুষ ভাল কাজ করলে মাঝে মধ্যে জেলেও যেতে হয়।

পাঠকের মতামত: