রিয়াজ উদ্দিন, পেকুয়া :: পেকুয়ায় আবারো ৯ জন করোনা রোগী সনাক্ত করা হয়েছে। আক্রান্ত ৯ জনের মধ্যে ৭ জনই পেকুয়া বাজারের। এই ৭ জনই ২ মে করোনা সনাক্ত ফার্মেসী ব্যবসায়ীর সংস্পর্শে এসে নিজেরাই আক্রান্ত হয়েছেন।
এমনটি ধারনা করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ছাবের আহমদ। তিনি আরো জানান, ২ মে পেকুয়া বাজারের মোস্তাক ফার্মেসীর ছেলে কায়েস করোনা আক্রান্ত হিসেবে সনাক্ত হন। তিনি সনাক্ত হওয়ার পর তার সংষ্পর্শে কারা এসেছিলেন এই নিয়ে অনুসন্ধান চালান। সে মতে গত ৬ মে পেকুয়া বাজারের ১৮ জনের নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেলে পাঠানো হয়।
১৮ জনের মধ্যে ৯ জন পজেটিভ ধরা পড়েছে। তাদের মধ্যে সকলেই ১৫ থেকে ২৫ বছরের মধ্যে। ৯ জনের মধ্যে পেকুয়া বাজারের ব্যবসায়ী অথবা কর্মচারী ৭ জন অন্য ২ জন বারবাকিয়া সবজীবন পাড়ার। সবজীবন পাড়ার ২ জন হল: আসমাউল ফাহিম(২৩), মোঃ রিয়াজ উদ্দিন (২৪)।
পেকুয়া বাজারের ব্যবসায়ী ও কর্মচারী হলেন ৭ জন। তারা হল: মোঃ আজিজুল্লাহ (৩২), মোঃ বোরহান উদ্দিন (২২), রিফাতুল ইসলাম (২০), দিদারুল ইসলাম (২৩), মোঃ আলী আশরাফ (২২), মোঃ জমির (১৭) মোঃ সরওয়ার (২৭)। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ছাবের আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।.
পাঠকের মতামত: