পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের পূর্ব উজানটিয়ার নদী মোহনা থেকে প্রায় ৩৫ বছরের অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা ১২ আগষ্ট দুপুরে লাশটি নদীতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে বিকালে পেকুয়া থানা পুলিশ লাশটি উদ্ধার কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে বলে উদ্ধারকৃত পুলিশ অফিসার কামরুল হাসান জানান।
এসআই কামরুল হাসান জানান, অজ্ঞাতনামা ব্যক্তিটির বয়স আনুমানিক ৩৫ বছরের কাছাকাছি হবে। লাশটির অবস্থান থেকে মনে হচ্ছে গত ৪দিন আগে মৃত্যু হয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রির্পোট এর পর বলা যাবে।
পেকুয়ায় সেচ্ছাসেবক লীগের শোক দিবস পালন উপলক্ষে সভা অনুষ্টিত
পেকুয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার(১২ আগষ্ট) বেলা ৩টায় পেকুয়া উপজেলা আ’লীগের স্থায়ী কার্যালয়ে উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ওসমান গণির সভাপতিত্বে সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্টিত হয়। সভায় গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়, ১৫ আগষ্ট সকাল ৭টায় দলীয় পতাকা উত্তোলন, শোক র্যালি, উপজেলা আ’লীগের সাথে পবিত্র খতমে কোরাআনে অংশগ্রহন, ১০টায় কাঙ্গালী ভোজ ও ৪টায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি চারণ উপলক্ষে আলোচনা সভা।
এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহসভাপতি শাহনেওয়াজ বিটু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি জসিম উদ্দীন, সৌরভ চৌধুরী, মো: আলী, যুগ্ন-সম্পাদক আনছারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদু খালেক, মকছুদ, আইন বিষয়ক সম্পাদক আতাউল ইসলাম, আলী হোসেন, মো: ফোরকান, আবছার উদ্দীন, আকতার হোসাইন, আলতাফ উদ্দীন, রিপন, আমজাদ,,মৌলভী আকতার, মো: হোছাইন, বেলাল এমইউপি, বজল আহমদ, ধুলাল, আলমগীর, ডা: মোসলেম উদ্দিন, মিজান, ইসমাঈল, নুর মুহাম্মদসহ বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ওই দিন যথা সময়ে সকল নেতাকর্মীকে আওয়ামীলীগ কার্যালয়ে উপস্থিত থাকার আহবান জানানো হয়।
রাজাখালী ইউপি কার্যালয়ে ফলজ গাছের চারা রোপন
পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিভিন্ন জাতের প্রায় তিন শতাধিক ফলজ গাছের চারা রোপন করা হয়েছে। গত শুক্রবার(১২আগষ্ট) বিকেলে এসব গাছের চারা রোপন কাজের উদ্বোধন করেন রাজাখালী ইউপি চেয়ারম্যান ছৈয়দ নূর।
এসময় উপস্থিত ছিলেন, রাজাখালী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ফজলু, ইউপি সদস্য আজম উদ্দীন, মোঃ বাদশা, মনজুর আলম, মোঃ মান্নান ও মহিলা ইউপি সদস্যা মোহেছেনা বেগম, সাবেক সদস্যা ছাদেকা বেগম। সাবেক ইউপি সদস্য নুরুল আবছার, রাজাখালী ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আবু ছালেক, বাদশা মিয়া, শমসু আলম প্রমুখ।
পাঠকের মতামত: