ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

পেকুয়ার উজানটিয়ায় ছয় মাস আগে খুলে ফেলেছে সড়কের ইট, জনগণের ভোগান্তি চরমে

পেকুয়া প্রতিনিধি :: পেকুয়া উপজেলার ব্যস্ততম সড়ক পেকুয়া-উজানটিয়া সংযোগ সড়ক। ৬মাস আগেই সড়কটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ঠ ঠিকাদার ও প্রকৌশল অধিদপ্তর ইট খুলে নিলেও অদ্যবধি সংস্কার করা হয়নি।ফলে চলাচলের জন ভোগান্তি চরমে ।

সড়কটি সংস্কার না করায় উপজেলার করিয়ারদিয়া, মহেশখালী উপজেলার মাতারবাড়ি ও কুতুবদিয়ার হাজার সাধারণ জনগণ ও হাজার হাজার শিক্ষার্থী চরম দূর্ভোগ পোহাচ্ছে। বন্ধ রয়েছে সকল যানবাহন। সড়কটি সংস্কার করার জন্য স্থানীয়রা প্রকৌশল অফিসকে বারবার অভিযোগ দিলেও অদৃশ্য কারণে নিরব রয়েছে তারা। মালামাল আনা নেওয়াতে বিকল্প কোন ধরণের সড়ক না থাকায় ব্যবসায়ীরা তাদের বাণিজ্যও বন্ধ করে রেখেছে। বন্ধ রয়েছে লবণ বিকিকিনি।

জানা গেছে, গত ডিসেম্বরে জাতীয় নির্বাচনের আগে নৌকার প্রার্থী জাফর আলম সড়কটি দিয়ে গণসংযোগ করার সময় দ্রুত সংস্কারের প্রতিশ্রুতি দেন। নির্বাচনে জয়লাভ করার পর প্রতিশ্রুতি অনুযায়ী তিনি সড়কটি দ্রুত সংস্কার করার জন্য সরকারের পক্ষ থেকে ১কোটি ৯৭ লাখ টাকা বরাদ্ধ আদায় করেন। চকরিয়ার মাঈন উদ্দিন শাহেদ নামের এক ঠিকাদার কাজটি সম্পন্ন করার জন্যে ঠিকাদার নিযুক্ত হন। তিনি জাতীয় নির্বাচনের পর পর সড়কটি সংস্কার করার জন্য ইট খুলে ফেলেন। সেই যে ইট খুলে নিয়েছে সংস্কারের কোন নাম গন্ধ নাই।

স্থানীয় এলাকাবাসীরা চেয়ারম্যান,অা’লীগ নেতা, এলজিইডি কার্যালয় ও এমপির কাছে বারবার ছুটে গেলেও সংস্কারটি সংস্কার করা হয়নি। ঠিকাদারের জবাব তার কাছে টাকা নাই তাই সড়কটি সংস্কার করা যাচ্ছেনা। অন্যদিকে ঠিকাদারের অবহেলায় সড়কটি সংস্কার না হলেও পেকুয়া প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী জাহেদুল ইসলাম চৌধুরীর সময়ও যেন নাই সড়কটি দেখার।

সড়কটি সংস্কার না করার প্রসঙ্গে স্থানীয়দের পক্ষে রেজাউল করিম মিন্টু, সমাজ সেবক শিমুল চৌধুরী, বাহার উদ্দিন, শিক্ষক মাঈনুল ইসলাম চৌধুরী, ছাত্র ইশতিয়াক হোছাইন, মাইদুল ইসলাম, ব্যবসায়ী নুরুল অাবছার ও বাদশা চকরিয়া নিউজকে বলেন, সরকারের পক্ষ থেকে এলাকাবাসীর দুঃখ লাগবে সড়কটি সংস্কার করার জন্য দুই কোটি টাকার মত বরাদ্ধ দেন। সংস্কার করার জন্য ইট খুলে নেয় ঠিকাদার। কিন্তু ৬মাস হয়ে গেলেও সড়কটি সংস্কার হয়নি। অামরা বারবার ঠিকাদার শাহেদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, টাকার অভাবে সড়কটির কাজ  শুরু করা যাচ্ছেনা। অথচ ইট খুলে নেওয়ার অাগে সড়কটি দিয়ে চলাচল করতে পারতাম অামরা। এখন সমস্ত যোগাযোগ বন্ধের সাথে সাথে মহেশখালীর উন্নয়ন প্রকল্পের মালামাল নেওয়াও বন্ধ রয়েছে। অামরা সড়কটির কাজ দ্রুত শুরু করার দাবী জানাচ্ছি।

স্থানীয় চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী বলেন, সড়কটি সংস্কার না করায় অামি উন্নয়ন সভায় অভিযোগ উত্থাপন করেছি। অাগামী পরশুদিন অাবারো অভিযোগ জানাব। না হলে মন্ত্রানালয়ে লিখিত অভিযোগ জানাব।

ঠিকাদার মাঈন উদ্দিন শাহেদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, কাজটি অামার অসুবিধার কারণে শুরু করা যায়নি। এক সপ্তাহের ফিনিশিং গাড়ি নিয়ে এসে কাজ শুরু করা হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পেকুয়া কার্যালয়ের প্রকৌশলী জাহেদুল ইসলাম বলেন, অামি ঠিকাদারকে বারবার অনুরোধ করেছি কাজটি শুরু করার জন্য। কাজ শুরু না করায় তার বিরুদ্ধে লিখিত অাকারে অভিযোগ করা হবে। অামরা এক সপ্তাহের ভিতর কাজ শুরু করবো।

পাঠকের মতামত: