ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

পিএমখালীতে নৌকার অফিস পোড়ানোর ঘটনায় বিএনপি’র ৭৪ জনের বিরুদ্ধে মামলা

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের চেরাং ঘাটায় গত ২০ ডিসেম্বর রাত সাড়ে ৭টায় নৌকা প্রতীকের নির্বাচনী অফিস পুড়ানোর ঘটনায় ৭৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। একই ইউনিয়নের মোক্তার আহমদের পুত্র সিরাজুল মোস্তফা আলাল বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি দাায়ের করেন। থানা মামলা নং-৬৬(১২)১৮। মামলায় পিএমখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ছৈয়দ নুর সওদাগর, সাধারণ সম্পাদক হারুনর রশিদ, সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মমতাজ আহামদ, পিএমখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কেফায়েত উল্লাহ সহ ৪৪ জনকে এজাহারভুক্ত আসামী ও ৩০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। মামলার ধারা সমুহ হলো-৪৩৬, ৪২৭, ৫০৬ ও ৩৪ পেনাল কোড। মামলায় মৃত জাকির আলমের পুত্র মোঃ নাসির উদ্দিন ও মোমেন সাদেকের পুত্র শহীদুল ইসলামকে অজ্ঞাতনামা আসামী হিসাবে গ্রেপ্তার করে শনিবার ২২ ডিসেম্বর বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

পাঠকের মতামত: