ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

নিখোঁজের দুইদিন পর বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

পেকুয়া প্রতিনিধি ::

পেকুয়ায় দুইদিন নিখোঁজ থাকার পর মোঃ ইসমাঈল (৭৯) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিমকূল এলাকার মৃত এজার মিয়ার পুত্র।

রবিবার বিকাল ৪টায় স্থানীয়রা লাশটি সাগরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় কয়েকজন জানান, বিগত দুইদিন অাগে লাশটি নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যান। পরিবারের লোকজন অনেক খোঁজার পরও তাকে পাওয়া যায়নি। তার শরীরে অাঘাতের চিহ্ন রয়েছে বলে কয়েকজন জানান।

সর্বশেষ রবিবার বিকাল সাড়ে ৩টায় স্থানীয়রা কুতুবদিয়া চ্যানেলে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ৪টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।

পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভূঁইয়া বলেন, লাশটি উদ্ধার করার জন্য পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

পাঠকের মতামত: