ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

নাইক্ষ্যংছড়িতে আবারও অস্ত্র উদ্ধার

নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা :: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিদেশি অস্ত্র উদ্ধার করেছে ১১ বিজিবি। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১২টায় উপজেলার দৌছড়ি ইউনিয়নের ছাগলখ্যাইয়া এলাকার লেদুরমুখ নামক স্থানে অভিযান চালিয়ে একটি এসবিবিএল বন্দুক ও ৮টি দেশীয় তৈরি একনলা বন্দুকসহ ৯টি বন্দুক উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি জোনের ১১ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল শাহ আবদুল আজিজ আহাম্মদ বলেন, মঙ্গলবার সকাল ১২টায় উপজেলার দৌছড়ি ইউনিয়নের ছাগলখ্যাইয়া এলাকার লেদুরমুখ নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসীদের আস্তানা থেকে একটি এসবিবিএল বন্দুক ও আটটি দেশি তৈরিসহ মোট ৯টি অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অস্ত্র পাচার, অবৈধ কাঠ পাচারসহ যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমরোধে এ ধরনের কার্যক্রম ও তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে।

 

পাঠকের মতামত: