চট্টগ্রাম প্রতিনিধি :
আরবী মাসের তারিখ অনুযায়ী সারাদেশের মানুষ আগামী সোমবার ঈদ পালন করার কথা থাকলেও দক্ষিণ চট্টগ্রামের প্রায় ৩০ গ্রামের অনেক মানুষ ২৫ শে জুন (রোববার) ঈদ পালন করবেন। দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা দীর্ঘ ২শত বছর পূর্ব থেকে সৌদি আরবের সময়ানুযায়ী একদিন আগে থেকে রোজা পালন ও একদিন আগে ঈদ পালন করে থাকেন। মির্জাখীল দরবার শরীফের অনুসারী সাতকানিয়া উপজেলার মির্জাখীল, সোনাকানিয়া, গারাঙ্গিয়া ও গাটিয়াডাঙ্গা, লোহাগাড়া উপজেলার কলাউজান, বড়হাতিয়া, পুটিবিলা চরম্বা ও চুনতি, বাঁশখালী উপজেলার জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল, ডোংরা, তৈলারদ্বীপ ও কালিপুর পটিয়া উপজেলার হাইদগাঁও, বাহুলী ও ভেল্লাপাড়াসহ ৩০ গ্রামের প্রায় দুই লক্ষাধিক মানুষ আজ ঈদ পালন করবেন।
এ ব্যাপারে মির্জাখীল দরবার শরীফের পরিচালনা কমিটির সচিব বজলুর রহমান বলেন, আজ (রোববার) পবিত্র ঈদ পালন করবেন দরবার শরীফের অনুসারীরা। আমরা যেহেতু সৌদি আরবের দিনক্ষন অনুসরন করি, সে অনুযায়ী রোববার আমরা ঈদ পালন করব। এছাড়া বোলায়খালী, হাটহাজারী, সন্দ্বিপ, ফটিকছড়ি, আলীকদম, নাইক্ষংছড়ি, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, চন্দনাইশ এর বেশ কয়েকটি গ্রামে মির্জাখীল দরবার শরীফের অনুসারী রয়েছে তাদেরও আজ ঈদ। মির্জাখীল দরবার শরীফ সূত্রে জানা যায়, রোববারের ঈদের নামাজের ইমামতি করবেন আলহাজ¦ মাওলানা মোহাম্মদ মকছুদুর রহমান সাহেব।
পাঠকের মতামত: