ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

ঢেমুশিয়া-কোনাখালীবাসীর দাবি নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বার্তা পরিবেশক ::

গত কয়েকদিন ধরে কক্সবাজারের থেকে প্রকাশিত সাগরদেশ ও কক্সবাজর নিউজ, কক্স বাংলা, চকরিয়া নিউজসহ বিভিন্ন মিড়িয়ায় ”অবৈধ অস্ত্র রোধে সাঁড়াশি অভিযানের দাবি ঢেমুশিয়া-কোনাখালীবাসীর” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। উপরোক্ত শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পুর্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। তাই আমি নি¤œস্বাক্ষরকারী উক্ত প্রকাশিত মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
মূল ঘটনা হচ্ছে এলাকার কিছু সন্ত্রাসী ও দখলবাজদের সাথে আমাদের জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। জমি বিরোধের জের ধরে প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে আমি এবং আমার পরিবারের মানসম্মাণক্ষুন্ন করার লক্ষে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ওই কুচক্রি মহলের ষড়যন্ত্রের অংশ হিসেবে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে আসছে। মূলত পত্রিকায় প্রকাশিত সংবাদ ও ছবির সাথে বাস্তবতার কোন মিল নেই। আমাদের পরিবারের নিরাপত্তার জন্য আমার বড় আব্বু গোলাম মোস্তফা চৌধুরীর নামে লাইসেন্সধারী বন্ধুক রয়েছে। আমার বড় আব্বুর লাইসেন্স করা বন্দুকটি চট্রগ্রাম থেকে নবায়ন করে চকরিয়ার ঢেমুশিয়ার বাড়ি ফেরার পথে মোবাইলে ছবি তুলে তা বিকৃতভাবে প্রচার করছে। তাই আমি প্রকাশিত উক্ত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি। আগামীতে এধরনের মিথ্যা সংবাদ প্রকাশ করিলে আমি এবং আমার পরিবার আইনের আশ্রয় নিতে বাদ্য হব।
প্রতিবাদকারী: আসফি চৌধুরী, পিতা: মরহুম আমিরুল মোস্তফা চৌধুরী, মধ্যম কোনাখালী, চকরিয়া-কক্সবাজার।

পাঠকের মতামত: