ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

ডুলাহাজারা ফ্রেন্ড এসোসিয়েশনের ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া ::   চকরিয়া উপজেলার ডুলাহাজারা ফ্রেন্ড এসোসিয়েশন আয়োজিত ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ইউনিয়নের পূর্ব মাইজপাড়া মাঠে এ আয়োজন সম্পন্ন হয়ে। ফ্রেন্ড এসোসিয়েশনের সভাপতি হাসান মোঃ সাইফুদ্দিন ছোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ (৭নং ওয়ার্ড)এর ইউপি সদস্য ফরিদুল আলম, সাংবাদিক নিজাম উদ্দিন, স্থানীয় যুবলীগের সভাপতি মোঃ রাসেল, কন্ট্রাক্টর আলী আজম, ব্যবসায়ী মোঃ নুরুল আমিন প্রমুখ। ফাইনাল টুর্নামেন্টে মোঃ আবদুল্লাহ ও মোঃ তানিমের দল কিশোর একতা সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন গৌরব অর্জন করেন মোঃ আবদুল্লাহ ও মোঃ ইমরানের দল জুনিয়র একতা সংঘ। মোঃ আক্তারের চমৎকার ধারাভাষ্য ও বিচক্ষণ রেফারি মোঃ রুবেলের পরিচালনায় খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

পাঠকের মতামত: