মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :: চকরিয়া উপজেলার ডুলাহাজারা ডিগ্রী কলেজে এইচএসসি’র শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জাহেদুল হকের স্বাক্ষরে গত ২৫ জুন ৪৭১৭ নম্বর স্মারকে জারীকৃত এক ভর্তি বিজ্ঞপ্তিতে এইচএসসি’র ছাত্র-ছাত্রী ভর্তিতে মফস্বল ও উপজেলা এলাকার কলেজ গুলোতে সেশন ফি সহ সর্বসাকুল্যে এক হাজার টাকার বেশী ফি নেয়া যাবেনা বলে উল্লেখ রয়েছে। কিন্তু ডুলাহাজারা ডিগ্রী কলেজে এইসএসসি’র একজন শিক্ষার্থীর ভর্তিতে নেয়া হচ্ছে ৪ হাজার টাকা। আবার কলেজের প্রদত্ত পে স্লিপে কোন খাতে কত টাকা নেয়া হচ্ছে, তাও উল্লেখ নেই।
শনিবার ২৯ জুন শারেক ইসলাম নামক একজন ছাত্রের ১৩৯ নম্বর পে-স্লিপে দেখা গেছে টাকার অংক পূর্ব থেকেই প্রিন্টেড আকারে কোন খাত উল্লেখ ছাড়াই থোক ৪০০০ টাকা উল্লেখ রয়েছে। কলেজ কর্তৃপক্ষের এরকম নিয়ম বহির্ভূত বেশী ফি আদায় নিয়ে শিক্ষার্থী ও অভিবাবকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এবিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ভর্তি বিজ্ঞপ্তি জারীকরা কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জাহেদুল হকের কাছে জানতে চাইলে তিনি সিবিএন-কে বলেন-এইসএসসি’র ছাত্র ভর্তিতে মফস্বল এলাকায় কোন অজুহাতে এক হাজার টাকার বেশী ফি নেয়ার সুযোগ নেই। এটা কোন অবস্থাতেই বিধিসম্মত নয়। ডুলাহাজারা ডিগ্রী কলেজ কর্তৃপক্ষ ৪ হাজার টাকা করে অতিরিক্ত ফি নেওয়ার কথা শুনেছেন বলে উল্লেখ করে তিনি সিবিএন-কে বলেন, এব্যাপারে তিনি ইতিমধ্যে কলেজের অধ্যক্ষের সাথে কথা বলেছেন এবং ক্ষতিগ্রস্থদের এ বিষয়ে বোর্ডে লিখিত অভিযোগ করার পরামর্শ দেন। প্রফেসর মোঃ জাহেদুল হক কক্সবাজার জেলা প্রশাসকের কাছেও অতিরিক্ত ফি আদায়ের ব্যাপারে ক্ষতিগ্রস্থদের অভিযোগ করতে বলেছেন। এবিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি সিবিএন-কে বলেন-বিষয়টা তিনি আগে জানতেন না, এখন জানার পর প্রয়োজনীয় ব্যবস্থানেবেন বলে সিবিএন-কে নিশ্চিত করেছেন। এ বিষয়ে চকরিয়ার ইউএনও শিবলী নোমান সিবিএন-কে বলেন, তিনিও অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পেয়েছেন। এজন্য তিনি ডুলাহাজারা ডিগ্রী কলেজের অধ্যক্ষের সাথে কথা বলেছেন, খাত ভিত্তিক পাকা রশিদের মাধ্যমে ভর্তি ফি আদায়ের জন্য অধ্যক্ষকে তিনি পরামর্শ দিয়েছেন। অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে ডুলাহাজারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফরিদুল আলমের সাথে কথা বললে তিনি সিবিএন-কে জানান, কলেজ পরিচালনা কমিটির সিদ্ধান্তক্রমে শিক্ষাবোর্ডের নির্ধারণ করে দেয়া ভর্তি ফি এক হাজার টাকার সাথে আরো অতিরিক্ত ৩ হাজার সহ মোট ৪ হাজার টাকা করে শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া হচ্ছে। কোন খাতে কত নেয়া হচ্ছে-তা উল্লেখ নেই কেন, অধ্যক্ষ ফরিদুল আলম এ প্রশ্নের কোন সদুত্তর সিবিএন-কে দিতে পারেননি। এবিষয়ে ডুলাহাজারা ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, চকরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম সিবিএন-কে বলেন, তিনি এখন ঢাকায় রয়েছেন। তাই এইচএসসি’র ছাত্র ভর্তিতে অতিরিক্ত ফি নেয়ার বিষয়টি অধ্যক্ষ থেকে তিনি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে সিবিএন-কে নিশ্চিত করেছেন।
পাঠকের মতামত: