ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

টেকনাফে হুন্ডি ও সোনা চোরাচালান ব্যবসা জমজমাট

সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ ::

টেকনাফে ব্যাঙের ছাতার ন্যায় গড়ে উঠেছে হুন্ডি প্রতিষ্ঠান ও সোনা চোরাচালান ব্যবসা। এসব প্রতিষ্ঠান মূলতঃ নিয়ন্ত্রন করছেন, চোরাকারবারীরা। হুন্ডি চোরাচালানের ন্যায় জাতীয় অর্থনীতির সচল চাকা অচল করে দেয়। এটি চোরাচালানের সহায়ক ভূমিকা পালন করে। এ তথ্য জাতীয় অর্থনীতিবিদদের। প্রতি মাসে টেকনাফ থেকে মাদক, স্বর্ণ ও গবাধি পশুর বিপরীত প্রতিবেশী দেশ মিয়ানমার মংডু ও আকিয়াবে কোটি কোটি বাংলা মুদ্রা হুন্ডির মাধ্যমে পাচার হয়ে যাচ্ছে। টেকনাফ সীমান্তে মাদক বিরোধী চলমান অভিযান অব্যাহত থাকলেও হুন্ডি ব্যবসা ও মানবপাচারকারীর বিরুদ্ধে দৃশ্যমান অভিযান চলেনী। এখন মাদকের পাশাপাশি চলছে, স্বর্ণ চোরাচালান ও হুন্ডি ব্যবসার আড়ালে চলছে, মাদক, স্বর্ণ ও গবাধী পশুর কালো ব্যবসা। সীমান্তের আইন শৃংখলা পরিস্থিতি রক্ষার দায়িত্বে নিয়োজিত র্যাব, বিজিবি, পুলিশ, কোষ্টগার্ড বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এসব কালো ব্যবসা দিব্যি চালিয়ে যাচ্ছে। এর বদৌলতে বনে যাচ্ছে, বিপুল অর্থ ও বিত্তের মালিক। এ ক্ষেত্রে সরকার বিপুল পরিমান রেমিটেন্স ও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। হুন্ডি ব্যবসা নিয়ন্ত্রন না থাকায় টেকনাফ সীমান্তের মাদক ও স্বর্ণ চোরাকারবারীদের দৌরাতœ কমছেনা। খোঁজ নিয়ে জানা যায়, টেকনাফ সীমান্তের আলোচিত ও চিহ্নিত এলাকাসমূহে প্রায় ২ শতাধিক ছোট বড় হুন্ডি ব্যবসায়ী রয়েছে। তার পাশাপাশি রয়েছে মোবাইল ব্যাংকিং বিকাশ প্রতিষ্ঠান। মাদকের ছোট বড় অর্থের লেনদেন এ প্রতিষ্ঠানের আড়ালে হয়ে থাকে। একাধিক সীম ব্যবহার করে ঔসব মাদকের কালো টাকা নীরবে লেনদেন হয় বলে একাধিক সূত্র জানায়। নাম প্রকাশ না করার শর্তে কতিপয় সচেতন জনপ্রতিনিধি ও সরকারের পদস্থ কর্মকর্তা জানায়, মিয়ানমার থেকে মাদক ও স্বর্ণ কি এমনি আসে। এ গুলো বেশীরভাগ হুন্ডি ও মার্কিন ডলারের মাধ্যমে সে দেশের চোরাকারবারী হাতে চলে যাচ্ছে। প্রতিমাসে প্রায় ৫০ কোটি বাংলা মুদ্রার চেয়ে বেশী মিয়ানমারে পাচার হয়ে যাচ্ছে। হুন্ডি ব্যবসা ও ব্যাংকের অবৈধ লেনদেন নিয়ন্ত্রন করতে পৃথক একটি স্থায়ী সংস্থা থাকার প্রয়োজন দেখা দিয়েছে। এদের বিরুদ্ধে নজরদারী না থাকার কারণে এর আগ্রাসন বাড়ছে। টেকনাফ মডেল থানার বিদায়ী সাবেক ও’সি মাঈন উদ্দীনের আমলে টেকনাফ পৌর এলাকাসহ কয়েকটি স্থানে পুলিশ অভিযান চালিয়ে কতিপয় হুন্ডি ব্যবসায়ীকে গ্রেফতার করার পর এ পর্যন্ত কোন অভিযান শুরু হয়নি বিধায় তাদের বিরুদ্ধে অভিযান দাবী করেছেন সচেতনমহল।

পাঠকের মতামত: