ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

টেকনাফের হোয়াইক্যং পুটিবনিয়া আদিবাসী পল্লীতে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্টীর শিশুরা

praimaryনিজস্ব প্রতিবেদক :::

টেকনাফ উপজেরার হোয়াইক্যং মডেল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রইক্ষ্যং পুটিবনিয়া একটি অবহেলিত গ্রামের নাম। এই গ্রামে যুগ যুগ ধরে আদিবাসী চাকমাদের বসবাস রয়েছে।পাশাপাশি মুসলিম পরিবারের সংখ্যা ও কম নয়। পুটিবনিয়ার চাকমা আদিবাসী পল্লীতে এপর্যন্ত কোন শিক্ষা প্রতিষ্টান গড়ে উঠেনি। নেই কোন প্রাইভেট পাঠশালা… ও। আছে শুধু দুটি ধর্মীয় প্রতিষ্টান মসজি ও মন্দির। পুটিবনিয়া সহ পাশ্ববর্তি “গংজইগ্যা মুরা” নামক আরেকটি গ্রাম রয়েছে। এই দুই পল্লীতে পাহাড়ী বাঙ্গালী মিলে ১৬০টি পরিবারের বসবাস। পুটিবনিয়ার পার্শ্ববর্তি জনবহুল গ্রাম রইক্ষ্যং। রইক্ষ্যং এলাকায় ও কোন আধুনিক শিক্ষার বিদ্যালয় নেই। অথচ রইক্ষ্যং হয়েই যেতে হয় পুটিবনিয়ার অবহেলিত গ্রামে। শিক্ষা,বিদ্যুৎ সড়ক সহ সকল উন্নয়ন থেকে পিছিয়ে পড়া এই গ্রামে কোন স্কুল না থাকায় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার অসংখ্য শিশু। স্কুলে পড়ার বয়সেই তাদের কে পাহাড়ে গিয়ে জ্বালানী কাঠের সন্ধান করতে হয়। তবু তারা পড়তে চায়,শিখতে চায়। সুযোগ হয়না তাদের একটু বিদ্যালয়ে গিয়ে শিক্ষা নেয়ার। কয়েক মাইল দুরত্বে গিয়ে শিক্ষার্জন তাদের কুলিয়ে উঠেনা। রইক্ষ্যংয়ের পার্শ্ববর্তি গ্রাম উনছিপ্রাং, কান্জর পাড়ায় যাতায়তে দুরত্ব হওয়ায় এতে ভর্তি হতেও তাদের হিমশিম খেতে হয়। কিছু সংখ্যক ছাত্র ছাত্রী ভর্তি হলেও বর্ষা মৌসুমে পড়াশুনা বন্ধ রাখতে হয়। ফলে এতেও শতভাগ শিক্ষা নিতে পারছেনা। আবার পুটিবনিয়া থেকে নয়াবাজার,কান্জর পাড়া,হোয়াইক্যং উচ্চ বিদ্যালয়ে যেতে আরো প্রকট সমস্যা। এক দিকে যাতায়াত আরেকদিকে দুরত্ব। এই সমুহ সমস্যা চিহ্নত করে জনপ্রতিনিধিদের উচিত শিক্ষার আলো ছড়িয়ে দিতে এগিয়ে আসা। পুটিবনিয়ার মানুষ হোয়াইক্যং ইউপির অত্যান্ত অবহেলিত, দরিদ্র এলাকার পিছিয়ে পড়া একমাত্র জনগোষ্টী। যুগযুগ ধরে তারা বিদ্যালয়ের অভাবে কোমলমতি শিশুরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। এলাকাবাসীর সাথে কথা বললে উলাথন চাকমা,অংছাইগ্যা চাকমা,মংকেচা চাকমা, মোঃ আলতাফ মিয়া, নুরুল কবির জানান, অত্র এলাকার জনসাধারন শতকরা ৯৫ ভাগ মানুষ চাষী ও দিনমজুর। ৯৫ ভাগ মানুষ নিরক্ষর। সুতরাং, অত্র এলাকার নিরক্ষরতা দূরিভূত করতে প্রয়োজন একটি বিদ্যালয় অথবা মন্দির ও মসজিদ ভিত্তিক দুটি শিক্ষা প্রতিষ্টান। অথবা প্রাক-প্রাথমিক শিক্ষা প্রতিষ্টান। এলাকাবাসীর দাবী, আমাদের শিশুদের শিক্ষার অধিকার ফিরিয়ে দিন।

পাঠকের মতামত: