ঢাকা,মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

জাতিকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবী হত্যা করে -চকরিয়া আ.লীগের শহীদ বুদ্ধিজীবী দিবসে বক্তারা 

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  চকরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সোমবার বিকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পুষ্পমাল্য অপর্ণ, নীরবতা পালন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বিকালে ডুলাহাজারা সাফারি পার্কস্থ বঙ্গবন্ধু ভাস্কর্য চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সেখানে বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এরপর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ জাফর আলম এমএ।

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া থানার ওসি শাকের মুহাম্মদ যুবায়ের, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ছৈয়দ আলম কমিশনার, এমআর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ তালুকদার। এছাড়া আরও বক্তব্য দেন ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনছুর আলম প্রমুখ, ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হাসানুল ইসলাম আদর প্রমুখ।

এমপি জাফর আলম বলেন, ‘আমাদের স্বাধীনতার ইতিহাসে শহীদ বুদ্ধিজীবী দিবস এক কলঙ্কময় দিন। স্বাধীনতার উষালগ্নে স্বাধীনতাবিরোধী অপশক্তি তাদের পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করার ঘৃণ্য ষড়যন্ত্রে বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করে। ৭১’র পরাজিত শক্তি আজো তাদের চক্রান্ত অব্যাহত রেখেছে। তারা দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচারের কাজ শুরু করেছে। ইতোমধ্যে এ বিচারের কয়েকটি রায় কার্যকর হয়েছে। একাত্তরের ঘাতক, মানবতাবিরোধী, যুদ্ধাপরাধী জামায়াতচক্রের সব ষড়যন্ত্র প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

 

পাঠকের মতামত: