ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

জনসচেতনতা বাড়াতে ঝাড়– হাতে ময়লা পরিস্কার করলেন মেয়র মুজিব

সংবাদ বিজ্ঞপ্তি ::  সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে ৩ শতাধিক পরিচ্ছন্নকর্মী, পৌর পরিষদ ও পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীকে সাথে নিয়ে শহরের ময়লা-আবর্জনা পরিস্কার করেছেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।

শনিবার সকাল সাড়ে ৮টায় পৌর ভবন চত্বর থেকে শুরু করে পুরো প্রধান সড়কজুড়েই চলে এ কর্মসূচী।

নির্বাচনী ইশতেহার অনুযায়ী “পরিচ্ছন্ন কক্সবাজার, আমাদের অঙ্গীকার” এ শ্লোগানে “পরিচ্ছন্নতা অভিযান-২০১৮” এর সফল আয়োজন করেন মেয়র। তাই পৌর এলাকার সাধারণ মানুষের পাশাপাশি পর্যটকদের মাঝেও এমন উদ্যোগ ব্যাপক সাড়া ফেলে। কর্মসূচীর শুরুতে শহরের প্রধান সড়কের উভয় পাশে ভরাট ও দখল হয়ে যাওয়া ড্রেইনগুলো দ্রুত পরিস্কার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। একই সাথে পৌরসভার নির্ধারিত ডাস্টবিনের বাইরে সড়কের বিভিন্ন স্থানে এলোমেলোভাবে পড়ে থাকা ময়লা-আবর্জনাগুলোও ঝাড়– হাতে নিয়ে নিজেই পরিস্কার করেন পর্যটন নগরীর নতুন পিতা। এদিকে বিশাল জনবল ও গাড়ি বহর সহকারে ঝাড়– হাতে স্বয়ং মেয়রকে শহরের ময়লা-আবর্জনা পরিস্কার করতে দেখে অনেকেই ধন্যবাদ দিতে দেখা যায়। তারা বলেন, “এমন নিরহংকার অভিভাবককেই আমরা চেয়েছিলাম, সবসময় পৌরবাসীর দোয়া এবং শুভ কামনা থাকবে মেয়র মুজিব সাহেবের জন্য।”

এর আগে পৌর ভবনের সামনে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধনকালে কক্সবাজারকে বিশ^মানের পরিচ্ছন্ন পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে তাঁর সুন্দর পরিকল্পনা রয়েছে বলে জানান মেয়র মুজিবুর রহমান।

তাই সব ভাল কাজে পেরবাসীসহ সকল শ্রেনী পেশার মানুষের সার্বিক সহযোগিতা চেয়েছেন তিনি।

এসময় ২নং প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির, ৩নং প্যানেল মেয়র শাহেনা আকতার পাখি, কাউন্সিলর রাজ বিহারী দাশ, আকতার কামাল আজাদ, ওমর ছিদ্দিক লালু, সাহাব উদ্দিন সিকদার, জাহেদা আকতার, পৌরসভার সচিব রাছেল চৌধুরী, মেয়র পিএ রূপনাথ চৌধুরী নাচ্চু ও প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: