ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

চিরনিদ্রায় শায়িত খুটাখালিতে সড়ক দূর্ঘটনায় নিহত মূসা ও আকিব

জাহেদুল ইসলাম, লোহাগাড়া :::
চিরনিদ্রায় শায়িত হলেন খুটাখালিতে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত মুহাম্মদ মূসা ও আকিবুর রহমান তারেক।
আজ (২২ এপ্রিল) সকালে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষেরর ঢল নামে।
নিহত মুহাম্মদ মুসা (১৮) লোহাগাড়া উপজেলার চুনতি বনপুকুর এলাকার দু’তরুণ আইয়ুব ড্রাইভারের পূত্র এবং আকিবুর রহমান তারেক (১৯) একই এলাকার আলি আহমদ সওদাগরের এর পূত্র।
তারা কক্সবাজার থেকে মোটরসাইকেল করে ভ্রমন শেষে ফেরার পথে চকরিয়া উপজেলার খুটাখালি ফুলছড়ি নতুন অফিস এলাকায় ২১ এপ্রিল শুক্রবার বিকেল পৌনে ৫টায় সড়ক দূর্ঘটনায় নিহত হয়।
চুনতি বনপুকুরের নিহত আকিবের মামা লোহাগাড়া উপজেলা যুবলীগ নেতা নুরুল আলম জিকু জানান, স্থানীয়রা তাদেরকে আহতবস্থায় উদ্ধার করে ডুলাহাজারা মালুমঘাট খ্রীষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মোঃ তারেককে প্রথমে মৃত ঘোষণা করেন। গুরতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী মুসা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, আকিব ও মুসা মোটরসাইকেল (ঢাকা-মেট্রো-ল-২১-০১২৮) যোগে কক্সবাজার ভ্রমণে গিয়েছিল। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছলে কক্সবাজারমুখী প্রাইভেট নোয়াহ গাড়ি (ঢাকা-মেট্রো-ঘ-৩৭৯১) তাদের মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা গুরতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তারেক মারা যায় বলে জানা গেছে।
এদিকে, ঘটনার দিন দূর্ঘটনার খবর নিহতদের এলাকায় পৌঁছলে স্বজনদের আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

পাঠকের মতামত: