ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

চবিতে অনির্দিষ্টকালের অবরোধের ডাক

চবি প্রতিনিধি ::

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আবাসিক হলে পুলিশী তল্লাশী ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং প্রক্টর আলী আজগর চৌধুরীর পদত্যাগ দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছে চবি শাখা ছাত্রলীগের একাংশ।

আজ মঙ্গলবার সকালে এ অবরোধের ডাক দেওয়া হয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সাবেক কমিটির উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন টিপু।

আলমগীর টিপু বলেন, ঘুমন্ত ছাত্রদের ওপর হামলার ঘটনায় প্রক্টর আলী আজগর চৌধুরীর সম্পৃক্ততা রয়েছে। তাই তার অব্যাহতি চেয়ে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছি।

বেলা ১২টার দিকে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরের অনুসারী চবি ছাত্রলীগের অংশটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে দিয়ে সেখানে অবস্থান নেয়। বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

উল্লেখ্য, গতকাল সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশের এক নায়েকসহ পাঁচজন আহত হন।

পাঠকের মতামত: